Adipurush Ram Siya Ram Song: প্রকাশ্যে 'আদিপুরুষ' ছবির নতুন গান, সীতা গুহা মন্দিরে পুজো দিলেন কৃতী
Kriti Sanon: এদিন সঙ্গীতজ্ঞদ্বয় সাচেত ও পরম্পরার সঙ্গে কৃতী শ্যানন নাসিকের পঞ্চবটীর এই পবিত্র স্থানে নিজেদের ছবির নতুন গান 'রাম সিয়া রাম'-এর জন্য আশীর্বাদ চাইতে পৌঁছন।
মুম্বই: মুক্তির অপেক্ষায় প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'জয় শ্রী রাম'। প্রথম গান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে, ভালবাসাও পায়। এবার মুক্তি পেল দ্বিতীয় গান 'রাম সিয়া রাম' (Ram Siya Ram)। এরপর অভিনেত্রী ছবির জন্য আশীর্বাদ নিতে গেলেন সীতা গুহা মন্দিরে। ভাইরাল হল ছবি।
সীতা গুহা মন্দিরে কৃতী শ্যানন
পঞ্চবটীর 'সীতা গুহা মন্দির'-এ পুজো দিলেন কৃতী শ্যানন। নিলেন আশীর্বাদ। মনে করা হয় এই স্থানেই শ্রী রামচন্দ্রের সঙ্গে বনবাসের সময় সীতা আশ্রয় নিয়েছিলেন।
এদিন সঙ্গীতজ্ঞদ্বয় সাচেত ও পরম্পরার সঙ্গে কৃতী শ্যানন নাসিকের পঞ্চবটীর এই পবিত্র স্থানে নিজেদের ছবির নতুন গান 'রাম সিয়া রাম'-এর জন্য আশীর্বাদ চাইতে পৌঁছন।
View this post on Instagram
এদিন মন্দিরের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে কৃতী পুজো করছেন। আশীর্বাদ চাইছেন। সুন্দর হালকা গোলাপী রঙের সালোয়ার স্যুট পরেছিলেন কৃতী। পুজো দেওয়ার সময়ে মাথা ঢাকেন ওড়নায়। তাঁর সঙ্গে কমলা পোশাকে সেজেছিলেন সাচেত ও পরম্পরা। সোমবার 'আদিপুরুষ' নির্মাতারা এই গান দর্শকের সামনে আনেন।
প্রসঙ্গত, এর আগে সীতা নবমীর (Sita Navami) পবিত্র দিনে প্রকাশ্যে আসে 'আদিপুরুষ' (Adipurush) ছবিতে জানকী রূপে কৃতী শ্যাননের (Kriti Sanon) লুক। নিজের আগামী ছবির জন্য আশীর্বাদ নিতে অভিনেত্রী চলে যান পুনের (Pune) রাম সীতা মন্দিরে (Ram Sita Mandir)। ভাইরাল হয় সেই ছবিও। অক্ষয় তৃতীয়ায় মুক্তি পায় রাম রূপে প্রভাসের লুক।
উল্লেখ্য প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান অভিনীত 'আদিপুরুষ' নিয়ে বিতর্ক শুরু হয় গত বছরের অক্টোবর মাসে ছবির প্রথম টিজার মুক্তির পর। নির্মাতাদের কটাক্ষের শিকার হতে হয় মূলত ছবির ভিএফএক্স কোয়ালিটির জন্য। এছাড়া হিন্দু দেবদেবীদের চরিত্রায়ণ নিয়েও শুরু হয় বিতর্ক। সেফ আলি খানের লঙ্কেশ লুকের ক্ষেত্রে অনেকেই ইসলামিক ছোঁয়া খুঁজে পান। কারণ রাক্ষসরাজের দাড়ি, গোফ, চুল। এর ফলে ছবির মুক্তি ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে জুন মাসে পিছিয়ে দেওয়া হয়। ছবির মুক্তির তারিখ ১৬ জুন।