এক্সপ্লোর
প্রথম পরিচয়ের দিনেই রানির সিনেমাকে আজেবাজে বলে দিয়েছিলেন আদিত্য চোপড়া..তারপর..
1/7

রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার প্রেম কাহিনী সম্পর্কে সংবাদমাধ্যম সেভাবে বিস্তারিত কোনও তথ্য দিতে পারেনি। কারণ, বলিউডের এই অভিনেত্রী ও পরিচালক জুটি তাঁদের প্রেম কাহিনী সম্পর্কে প্রকাশ্যে কিছুই জানাননি। বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। সন্তানের মাও হয়েছেন রানি। এখন আমার সিনে দুনিয়ায় কামব্যাক ঘটেছে মর্দানি তারকার। সেই রানিই এবার তাঁর স্বামীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে খোলামেলা কথা বললেন। নেহা ধূপিয়ার শো বিএফএফ উইথ ভোগ-এ রানি আদিত্যর সঙ্গে তাঁর প্রথম পরিচয় থেকে শুরু করে সংসার জীবন সম্পর্কে অনেক কথা জানিয়েছেন।
2/7

আদিরার জন্মের পর হিচকি রানির প্রথম সিনেমা। এই সিনেমায় তিনি এমন এক মহিলার চরিত্রে অভিনয় করছেন, যখন নার্ভাস হয়ে পড়লে হামেশাই হিচকি আসে তাঁর।
Published at : 19 Feb 2018 08:59 PM (IST)
View More






















