এক্সপ্লোর
Advertisement
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরও কী গ্রেফতার হতে পারেন শিরীষ কুন্দ্রা? জল্পনা
মুম্বই: চলচ্চিত্র পরিচালক-প্রযোজক-কোরিওগ্রাফার ফারহা খানের স্বামী পরিচালক শিরীষ কুন্দ্রা সম্প্রতি তাঁর টুইটার পেজে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়। এরপরই নিজের টুইটার পেজে সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন শিরীষ। কিন্তু এরপরও জল্পনা শোনা যাচ্ছে গ্রেফতার হতে পারেন শিরীষ।
যোগী আদিত্যনাথ সম্পর্কে শিরীষ মন্তব্য করেন, একজন গুন্ডাকে ক্ষমতা দেওয়ার অর্থ, যেন তিনি এবার ক্ষমতা পেয়ে সবধরনের সংঘর্ষ থেকে নিজেকে বিরত রাখবেন। প্রসঙ্গত এই ঘটনা একজন ধর্ষককে একবার ধর্ষণের সুযোগ দিয়ে তাকে এই নোঙরা কাজ থেকে বিরত রাখার সমান। তারপর আরও একটি টুইটে শিরীষ লেখেন একজন গুন্ডা যদি রাজ্যের প্রশাসনিক প্রধান হন, তাহলে দাউদ সিবিআই ডিরেক্টর হতে পারে এবং বিজয় মাল্য আরবিআই-এর গভর্নর। যদিও এই টুইটের পরই সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার হজরতগঞ্জ থানায় পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এফআইআর দায়ের করেন অযোধ্যার ঠাকুরদ্বারা ট্রাস্টের সচিব অমিত কুমার তিওয়ারি। এরপরই সেই বিতর্কিত টুইট নিজের পেজ থেকে সরিয়ে নেন শিরীষ এবং নিঃশর্ত ভাবে সোশ্যাল মিডিয়ায়ে ক্ষমা চেয়ে নেন।I unconditionally apologise. I never meant to hurt anyones feelings or sentiment.
— Shirish Kunder (@ShirishKunder) March 24, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement