এক্সপ্লোর
দেখুন: প্রকাশ করা হল আলিয়া ভট্টর 'রাজি' সিনেমার মেকিং ভিডিও
![দেখুন: প্রকাশ করা হল আলিয়া ভট্টর 'রাজি' সিনেমার মেকিং ভিডিও after tariler watch this making video of alia bhatt raazi behind the scene দেখুন: প্রকাশ করা হল আলিয়া ভট্টর 'রাজি' সিনেমার মেকিং ভিডিও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/13203801/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আলিয়া ভট্টর আগামী সিনেমা 'রাজি'-র জন্য তাঁর অনুরাগীরা সাগ্রহে অপেক্ষা করছেন। কয়েকদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে আলিয়াকে একেবারে ভিন্নভাবে দেখা গিয়েছে। ট্রেলার থেকেই অনুমান করা যায় যে, আলিয়া তাঁর অভিনয় দক্ষতাকে এই সিনেমায় একটি অন্য মাত্রা দিতে প্রস্তুত। ভিকি কৌশলকেও তাঁর ভূমিকায় যথেষ্ট উজ্জ্বল বলেই মনে হয়েছে।
মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেলার দারুন হিট করেছে। এরইমধ্যে সিনেমার মেকিং ভিডিও রিলিজ করা হয়েছে। সিনেমা তৈরির দৃশ্য সম্বলিত এই ভিডিও দেখে সিনেমার জন্য অনুরাগীদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। এই ভিডিও দেখলেই স্পষ্ট হয়ে যায়, নিজের ভূমিকা পর্দায় দুরন্তভাবে তুলে ধরতে আলিয়া কীভাবে পরিশ্রম করেছেন।
দেখুন মেকিং ভিডিও
এই সিনেমার জন্য আলিয়া অ্যাকশন থেকে শুরু করে ড্রাইভিং- বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। উল্লেখ্য, সিনেমায় আলিয়াকে এই প্রথম তাঁর মা সোনি রাজদানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
সিনেমার পরিচালক মেঘনা গুলজার। এর আগে তলোয়ার সিনেমা পরিচালনা করেছেন।
রাজি-র প্রযোজক কর্ণ জোহর। বাস্তব ঘটনার ভিত্তিতে তৈরি সিনেমার কাহিনী। ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধের সময় এক কাশ্মীরি গুপ্তচরের বিয়ে পাকিস্তানে হয়েছিল। এই ঘটনা নিয়েই হরিন্দর এস সিক্কা 'কলিং সেহমত' নামে এক উপন্যাস লেখেন। এই উপন্যাস অবলম্বনেই রাজি সিনেমা। সিনেমায় এক সংলাপ রয়েছে- 'আমাদের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁরা পুরস্কার ও মেডেল পান না। আমরা তাঁদের নাম পর্যন্ত জানি না, তাঁদের পরিচয়ও জানা নেই। তাঁরা দেশের ঝান্ডায় তাঁদের স্মৃতি রেখে যান''।
আগামী ১১ মে সিনেমাটি মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)