Rahul-Athiya Wedding: রাহুল-আথিয়ার বিয়ের অদেখা ছবি পোস্ট ভাই অহনের
Ahan Shetty: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সুনীল শেট্টি পুত্র অহন শেট্টি।
মুম্বই: কে এল রাহুল (KL Rahul) এবং আথিয়া শেট্টির (Athiya Shetty) বিয়ের কোনও ছবিই আগে পোস্ট করেননি অহন শেট্টি। সম্প্রতি তিনি পোস্ট করলেন অদেখা বেশ কয়েকটি ছবি। যা দেখে আপ্লুত নেট নাগরিকরা।
ভাই অহনের পোস্টে রাহুল - আথিয়ার বিয়ের অদেখা ছবি-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সুনীল শেট্টি পুত্র অহন শেট্টি। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে তাঁর হাত ধরে আসছেন আথিয়া। অন্য আর একটি ছবিতে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে রাহুল ও আথিয়ার সামনে বসে রয়েছেন অহন। তাঁরা একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। অহনের হাতে রয়েছে একটি থালা। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। প্রার্থমা করি তোমরা একসঙ্গে খুব ভালো, খুশিতে এবং ভালোবাসায় থাকো।' অহনের পোস্টে রিপ্লাই করেছেন কে এল রাহুল। আলিঙ্গন করার ছবি দিয়ে উত্তর দিয়েছেন তিনি।
">
প্রসঙ্গত, এর আগে বলিউড অভিনেতা সুনীল শেট্টি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মেয়ে - জামাইয়ের উদ্দেশে আবেগঘন পোস্ট করেছিলেন। রাহুল ও আথিয়ার হাতে হাত ধরা ছবি পোস্ট করে তিনি লেখেন, 'একটা হাত ধরা এবং তার একটা কারণ বিশ্বাস করা। কারণ, কখনও ভালোবাসা এবং বিশ্বাসের জন্য সঠিক মানুষ এবং সঠিক জায়গা থাকে। অনেক অভিনন্দন আমার বাচ্চাদের। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন।'
">
আরও পড়ুন - Urfi Javed: 'কেউ বাড়ি ভাড়া দিতে চাইছে না আমায়', কেন কেউ উরফিকে বাড়ি ভাড়া দিতে চাইছে না?
গত ২৩ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি। সুনীল শেট্টির খান্ডালার ফার্মহাউসে বসেছিল তাঁদের বিয়ের আসর। আগে বিয়ে নিয়ে মুখ না খুললেও বিয়ে মিটতেই নানা ছবি শেয়ার করে নেন। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন রাহুল ও আথিয়া। জন্মদিনের এক পোস্টে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান।