এক্সপ্লোর
Advertisement
‘অ্যায় দিল’-এ অ্যাশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে রণবীরের মন্তব্য, 'সুযোগ ছিল সদ্ব্যবহার করেছি!'
মুম্বই: কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এরমধ্যেই বিভিন্ন সময় না না কারণে এসেছে খবরের শিরোনামে। ছবির ট্রেলর প্রকাশ থেকে প্রথম টাইটেল সঙ মুক্তির পর একাধিকবার চর্চায় এসেছে ছবিতে রণবীর কপূর-ঐশ্বর্য রাই বচ্চনের ‘হট’ কেমিস্ট্রি। এমনকি অনেক সময় শোনা গিয়েছে বচ্চন বহু-র রণবীরের সঙ্গে এতটা ঘনিষ্ঠ দৃশ্য নাকি ভালভাবে মেনে নেননি বচ্চন পরিবার। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সেই ঘনিষ্ঠ দৃশ্য সম্পর্কে মুখ খুললেন ছবির অন্যতম নায়ক রণবীর কপূর। তাঁর স্পষ্ট বক্তব্য সুযোগ ছিল, তার সদ্ব্যবহার করেছি। এছাড়া নায়িকাও তাঁকে বলেছিলেন ঘনিষ্ঠ হোক বা যেকোনও দৃশ্য, নিখুঁত ভাবে করতে হবে।
তবে ছবি মুক্তির সঙ্গে সঙ্গে জানা গিয়েছে, ছবিতে মুখ্য নারীর চরিত্রে রয়েছেন অনুষ্কা শর্মা। তবে প্রথম থেকে চর্চায় থেকেছে ছবিতে অ্যাশ-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য। ঋষি পুত্রর থেকে আট বছরের বড় অ্যাশ। কিন্তু এই জুটিই ছবির সব আকর্ষণ কেড়ে নিয়ে চলে গেছে।
প্ল্যানেট রেডিও সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, প্রথমে তিনি দ্বিধাগ্রস্থ ছিলেন, কীভাবে তিনি অ্যাশের সঙ্গে এধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন? তারপর নায়কের দাবি, অ্যাশ তাঁকে ডেকে বলেন, ছবির প্রতিটি দৃশ্য যেন নিখুঁত হয়। এরপরই রণবীর ভেবে নেন, সুযোগের সদ্ব্যবহার করবেন তিনি, এবং সত্বঃস্ফূর্ত ভাবে সেই অভিনয় ফুটিয়ে তুলবেন।
তবে অ্যাশের সঙ্গে কাজ করার পর রণবীর জানিয়েছেন, তাঁর দুটো ইচ্ছে পূর্ণ হল। এক মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করার, এবং অপরটা ঐশ্বর্যর সঙ্গে কাজ করার।
তবে তাঁদের এই সম্পর্ক দীর্ঘদিনের দাবি রণবীরের। কারণ ‘অ অব লট চল’-এ, এই ছবিতে সহকারি পরিচালক ছিলেন রণবীর। সেখানে তাঁর বাবা ঋষি কপূর অভিনয় করেছিলেন। সেখানেই প্রথম অ্যাশের সঙ্গে রণবীরের আলাপ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement