Aindrila Sharma Birthday: কেক মাখতে ভালবাসতেন না, পরিবারকে নিয়ে উদযাপন ছিল প্রিয়, জন্মদিনে ফিরে দেখা ঐন্দ্রিলা
Aindrila Sharma: ফেসবুক প্রোফাইলে এখনও লেখা ঝলমলটা করছে.. ঐন্দ্রিলা শর্মা। 'আ গার্ল উইথ আ বিগ ড্রিম (A girl with a big dream)'। তিনি স্বপ্ন দেখতে ভালবাসতেন। বাঁচতে ভালবাসতেন
কলকাতা: গত কয়েকটা বছর ঘরোয়া ভাবেই পালন করতে হত জন্মদিন। বার বার অসুস্থতা, বেলুন নিয়ে বাড়ি সাজিয়েই আয়োজন করা হত দিনটা। উপস্থিত থাকতেন মা-বাবা-দিদি আর সব্যসাচী। এবছর জন্মদিনে তিনি নেই, রয়েছে শুধু শূন্য। গত ২০ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। আজ তাঁর জন্মদিন।
ফেসবুক প্রোফাইলে এখনও লেখা ঝলমলটা করছে.. ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। 'আ গার্ল উইথ আ বিগ ড্রিম (A girl with a big dream)'। তিনি স্বপ্ন দেখতে ভালবাসতেন। বাঁচতে ভালবাসতেন। পারলেন না। জীবন যুদ্ধে তৃতীয়বার আর জয়ী হতে পারলেন না ঐন্দ্রিলা। ক্যানসারে ২ বার আক্রান্ত হয়েও ফিরে আসা, ঝাঁঝরা শরীরে লড়াই করা, ঐন্দ্রিলা যেন আক্ষরিক অর্থেই যোদ্ধা। জন্মদিনে তিনি নেই, একথা যেন বিশ্বাসই হচ্ছে না অনেকের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে আক্ষেপও।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য্যর শেয়ার করা পুরনো একটি ভিডিও। সেই ভিডিও ঐন্দ্রিলার জন্মদিন উদযাপনের। দিদি ও প্রেমিক সব্যসাচীর মাঝখানে বসে কেক কাটছেন ঐন্দ্রিলা। আর খুনসুটি করে তাঁর গালে কেক মাখিয়ে দিয়েছেন দিদি। তাতে অবশ্য কপোট রাগও দেখিয়েছেন আদুরে বোন। দিদিকে বলেছেন, কেক মাখতে আমার এক্কেবারে ভাল লাগে না। পাল্টা ঐশ্বর্য্যর উত্তর, বছরে এই একটা দিনই তো কেক মাখাই আমার ছোট্ট বুনুকে।
আরও পড়ুন: Bollywood Celebrity Updates: 'আমি সুশান্ত সিংহ রাজপুত হতে চাই না'
দিদির কেক মাখানোতে রাগ দেখালেও ঐন্দ্রিলা অবশ্য মজা করে কেক খাওয়াতে গিয়ে কেক মাখিয়ে দিয়েছেন সব্যসাচীর মুখে। তাঁদের রসায়ন বেশ জনপ্রিয় ছিল অনুরাগীদের কাছে। আজ ফাঁকা পড়ে রয়েছে ঐন্দ্রিলার জায়গা। এখন তাঁর কলকাতার ফ্ল্যাটে থাকছেন অভিনেত্রীর মা শিখা। ক্যানসারে আক্রান্ত তিনিও। চিকিৎসা চলছে তাঁর। অন্যদিকে কাজে ফিরেছেন সব্যসাচীও। একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তারপরেও...
শুধু জন্মদিনটা রয়ে গেল... ঐন্দ্রিলাকে ধরে রাখা গেল না।