এক্সপ্লোর
Advertisement
অ্যাশ-সলমন ! আপাতত সম্মুখ সমরে, কেন জানুন
মুম্বই: বাস্তব জীবনে এখন একে অপরের সঙ্গে দেখা হওয়া কার্যত এড়িয়েই চলেন একসময়ের বলিউডের অন্যতম চর্চিত জুটি সলমন খান-ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু আপাতত তাঁরা সম্মুখ সমরে, কারণ তাঁদের আসন্ন ছবির ট্রেলর মুক্তি। আগামী ১৪ এপ্রিল ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘সরবজিত্’ ছবির ট্রেলর মুক্তি পাচ্ছে, জানিয়েছেন ছবির পরিচালক উমাঙ কুমার। এদিকে সলমন খান-অনুষ্কা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবির টিজারও মুক্তি পাবে ওই একই দিনে, জানিয়েছেন ছবির পরিচালক আলি আব্বাস জফর।
ঐশ্বর্য, রণদ্বীপ হুডা, রিচা চাড্ডা অভিনীত সরবজিত্ ছবিটি কৃষক ‘সরবজিত্’ যিনি রাস্তা ভুলে ভারত সীমান্ত পার করে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তান, তাঁকে নিয়ে তৈরি হচ্ছে । তাঁকে চর ভেবে বসে পাক-প্রশাসন। গত ২৩ বছর তিনি জেলবন্দিই ছিলেন।তারপরের গল্প প্রায় সকলেরই জানা। সেই সরবজিত-এর বোন দলবীর কৌর-এর চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য।
এদিকে ‘সুলতান’ ছবিতে সলমন কুস্তিগীর সুলতান আলি খানের চরিত্রে অভিনয় করছেন, যাঁর ব্যক্তিগত ও কর্মজীবন মারাত্মক সমস্যা জর্জরিত ছিল। আর এই দুই ছবিরই ট্রেলর মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল। এরফলে প্রাক্তন প্রেমিক যুগল সলমন-অ্যাশ এখন কার্যত একে অপরের সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছেন নিজেদের ছবি নিয়ে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement