এক্সপ্লোর
সাত বছরের ছেলের সামনে এই কাণ্ডটি করার জন্যে ট্রোলড হলেন অজয় দেবগন

প্যারিস: ৪৯ তম জন্মদিন সেলিব্রেট করতে সম্প্রতি সপরিবারে বিদেশে উড়ে গিয়েছেন অজয় দেবগন। সেখানেই পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন অজয় দেবগন। তারমধ্যেই একটি ছবির জন্যে নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন তিনি।
তাঁদের দাবি এভাবে বাচ্চার সামেন প্রকাশ্যে ধূমপান করা উচিত নয়। অনেকেই বলেছেন ছেলেকে এভাবে প্যাসিভ স্মোকার বানিয়ে দিলেন অজয়, সেটা একেবারেই উচিত নয়। অনেকের মত, তিনি তরুণ প্রজন্মের কাছে রোল মডেল। সেখানে এভাবে প্রকাশ্যে ধূমপান করার অভ্যাস ঠিক নয়।
ধূমপানের নেশা রয়েছে অজয় দেবগনের। সেই অভ্যাস থেকে বেরোতেও পারেননি তিনি। তাই আনমোনে সাত বছরের ছেলে যুগকে জড়িয়ে একটি ছবি অজয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিটে অজয়ের এক হাতে সিগারেট ধরা ছিল, অপর হাতে যুগ। আর তাতেই চটেছে নেটিজেনরা।
তাঁদের দাবি এভাবে বাচ্চার সামেন প্রকাশ্যে ধূমপান করা উচিত নয়। অনেকেই বলেছেন ছেলেকে এভাবে প্যাসিভ স্মোকার বানিয়ে দিলেন অজয়, সেটা একেবারেই উচিত নয়। অনেকের মত, তিনি তরুণ প্রজন্মের কাছে রোল মডেল। সেখানে এভাবে প্রকাশ্যে ধূমপান করার অভ্যাস ঠিক নয়। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















