Mission Raniganj: ১৯৮৯-র সেই ভয়াবহ রাত, রানিগঞ্জ কয়লাখনিতে ত্রাতা হয়ে এলেন অক্ষয়
Akshay Mission Raniganj : ওএমজি-২ এর সাফল্যের পর 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ'-র মুক্তির অপেক্ষায় এবার অক্ষয় কুমার।
মুম্বই: বছরটা ছিল ১৯৮৯। একটা ভয়াবহ রাত। পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়েছিল বহু মানুষ। সেদিনের সেই ভয়াবহ ঘটনার মাঝেই ত্রাতা হয়ে এসেছিলেন যশবন্ত সিং গিল (Yashwant Singh Gill)। যিনি সেই রাতে আটকে থাকা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। আর সেই যশবন্ত সিং গিলের ভূমিকাতেই এবার অভিনয় করছেন বলিউডের সুপারস্টার অক্ষয়কুমার (Akshay Kumar)। আর এবার আজই প্রকাশ্য়ে এসেছে তাঁর ফার্সট লুক।
১৯৩৭ সালের ২২ নভেম্বর পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন যশবন্ত সিং গিল। অমৃতসরের বিখ্যাত খালস কলেজে পড়াশোনা করেন তিনি। ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেবার বহুমানুষ বাংলার এই কয়লা খনিতে আটকে পড়ে গিয়েছিলেন। সিনিয়র অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই বিপদের সময় যশবন্ত সিং গিল। অনেকেই তাঁকে ভিতরে যেতে বারণ করেছিলেন। কিন্তু তারপরেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়লাখনিতে আটকে পড়ে থাকা মানুষদের উদ্ধার করেছিলেন। আর সেই ঘটনা থেকেই এই ছবি তৈরি হয়েছে।
আরও পড়ুন, 'জওয়ান'-র জন্য গোটা থিয়েটার বুক করল শাহরুখের ফ্যান ক্লাব
উল্লেখ্য, ওএমজি-২ এর সাফল্যের পর 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ'-র মুক্তির অপেক্ষায় এবার অক্ষয় কুমার। হাড়হিমকরা এই রোমাঞ্চকর ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয়কুমার। ছবিটি প্রথমে 'ক্যাপসুর গিল' (Capsule Gill) শিরোনামে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বদলে 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ' নামে মুক্তি পেতে চলেছে এবার। এদিন সোশ্যাল মিডিয়ায় অক্ষয়কুমার ফার্সট লুক শেয়ার করেছে। রাত পেরোলেই টিজার মুক্তির অপেক্ষা।
প্রসঙ্গত, সিবিএফসি (Central Board for Film Certification) তরফে 'A' সার্টিফিকেট পেয়েছিল অক্ষয়ের 'ওহ মাই গড ২'। অর্থাৎ প্রাপ্ত বয়স্করাই শুধু এই ছবি দেখার অনুমতি পেয়েছিলেন। সম্প্রতি দ্য কেরালা স্টোরি, আদিপুরুষ এবং হলিউডি ছবি ওপেনহাইমারও ধর্মীয় ইস্যুতে বিতর্কের কাঠগড়ায় দাঁড়িয়েছিল। তাই বিতর্ক ঝড় নতুন করে বড় আকার নেওয়ার আগেই রাশ টানে সেন্সর বোর্ড। ইতিমধ্যেই ছবিটি নিয়ে বিতর্ক রুখতে ২০ টি দৃশ্য়ে এডিট করেছিল সেন্সর বোর্ড।
অক্ষয় কুমার, ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ওহ মাই গড ২'শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। এই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরেও তৈরি হয়েছিল গুঞ্জন। প্রায় ১ যুগ ছুঁইছুঁই। বিতর্ক ছাড়ল না এবারও। প্রসঙ্গত, ১১ বছর আগে মুক্তি পেয়েছিল 'ওহ মাই গড।' সেসময় এই ছবি বহু প্রশংসিত হয়। তবে বিতর্ক যে হয়নি এমন একদমই নয়। কারণ ওই যে বিষয় যেখানে সবথেকে স্পর্শকাতর। ধর্ম বলে কথা। 'ওহ মাই গড' ছবিতে সেবার কৃষ্ণ হয়েছিলেন অক্ষকুমার। মূলত 'ওহ মাই গড ২' ছবিতে শিব ভূমিকায় অভিনয় করেন অক্ষয়।