Akshay Kumar: জীবনের ঝুঁকি নিয়ে কাজ, সামান্য ভুলেই মৃত্যু! স্টান্টম্যানেদের কথা ভেবে ব্যতিক্রমী পদক্ষেপ অক্ষয় কুমারের
Akshay Kumar: নিজের সিনেমার একাধিক স্টান্ট অক্ষয়কুমার নিজেই করে থাকে । অধিকাংশ সময়েই তিনি স্ট্যান্টম্যানের সাহায্য নেন না ।

কলকাতা: সম্প্রতি সিনেমার সেটে স্টান্টম্যান এসএম রাজু (SM Raju)-র মৃত্যু হতবাক করে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে । আর সেই সঙ্গে, ফের একবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কতটা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন সমস্ত স্টান্সম্যানেরা । পা রঞ্জিতের সিনেমা 'ভেত্তুভাম'-এর সেটে স্টান্ট করতে গিয়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যান রাজুর । গাড়িটি দ্রুত গতিতে চালানোর কথা ছিল । গাড়িটি চালাচ্ছিলেন রাজু । কিন্তু সেভাবে গাড়ি চালাতে গিয়ে, টাল সামলাতে না পেরে গাড়িতে ব়্যাম্পের ওপর উঠে যায় এবং সজোরে আছড়ে পড়ে । ঘটনাস্থলেই মৃত্যু হয় স্টান্সম্যান রাজুর । আর এই ঘটনার পর থেকে বিষাদের ছায়া গোটা ইন্ডাস্ট্রি জুড়ে । তবে এবার স্টান্সম্যানদের জন্য বিশেষ পদক্ষেপ নিলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) ।
নিজের সিনেমার একাধিক স্টান্ট অক্ষয়কুমার নিজেই করে থাকে । অধিকাংশ সময়েই তিনি স্ট্যান্টম্যানের সাহায্য নেন না । বলিউডের এই 'খিলাড়ি' অভিনেতা বলিউডে অভিনয়ের পাশাপাশি, দুর্দান্ত স্টান্টের জন্যও পরিচিত । আর সেই অভিনেতাই এগিয়ে এলেন স্টান্টম্যানেদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে । সাড়ে ৬০০ থেকে ৭০০ জন স্টান্টম্যানকে বিমার আওতায় এনেছেন অক্ষয় কুমার । একাধিক সুবিধা সংযুক্ত রয়েছে এই জীবনবিমার সঙ্গে । স্টান্টম্যান ও স্টান্টওম্যানদের জীবন রক্ষার্থে ও তাঁদের চিকিৎসার সাহায্যের জন্যই এই বিমা করিয়েছেন অক্ষয় । বলিউডের কোনও অভিনেতা অভিনেত্রীই এর আগে স্টান্টম্যান ও স্টান্টওম্যানদের জন্য কোনও বিশেষ পদক্ষেপ গ্রহণ করেননি । অক্ষয়ই প্রথম ।
কী কী সুবিধা থাকছে এই বিমায়? এই বিমার অন্দরে ৫ থেকে সাড়ে ৫ লাখ পর্যন্ত কভারেজ থাকছে । যে কোনও দুর্ঘটনা বা অসুস্থতায়, নগদহীন চিকিৎসা করাতে পারবেন স্টান্টম্যান ও স্টান্টওম্যানরা । সেটে আঘাত পান বা সেটের বাইরে, যে কোনও ক্ষেত্রেই এই বিমার সুবিধা নিতে পারবেন স্টান্টম্যান ও স্টান্টওম্যানরা । এই বিমাকে হেলথ ও অ্যাক্সিডেন্ট কভারেজ বলে উল্লেখ করা হয়েছে । এসএম রাজু একাধিক বড় বড় ছবিতে অভিনয় করেছেন । তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা ইন্ডাস্ট্রিতে । তবে অক্ষয়ের এই ভাবনার প্রশংসা করেছেন সবাই ।
আগামীতে আসলে অক্ষয় কুমারের নতুন সিনেমা 'হেরা ফেরি ৩'। সেই ছবিতে দেখা যাবে সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে।






















