Akshay Kumar: নিজের সমস্ত ছবির ব্যর্থতার জন্য কপিল শর্মাকে দায়ী করলেন অক্ষয় কুমার!
The Kapil Sharma Show: তিনি তাঁর সমস্ত ছবির ব্যর্থতার জন্য কপিল শর্মাকে দায়ী করছেন। কেন এমন বলছেন অক্ষয় কুমার?
মুম্বই: 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) নতুন সিজন নিয়ে ছোট পর্দায় ফিরতে চলেছেন কপিল শর্মা (Kapil Sharma)। আগামী ১০ সেপ্টেম্বর থেকে তা সম্প্রচারিত হবে। ইতিমধ্যেই কপিল শর্মার শোয়ের নতুন সিজনের ট্রেলার টিজার পোস্ট করা হয়েছে। সম্প্রতি নেট দুনিয়ায় প্রথম কিছু এপিসোডের প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar)। আর তিনি তাঁর সমস্ত ছবির ব্যর্থতার জন্য কপিল শর্মাকে দায়ী করছেন। কেন এমন বলছেন অক্ষয় কুমার?
কেন সমস্ত ছবির ব্যর্থতার জন্য কপিল শর্মাকে দায়ী করলেন অক্ষয় কুমার?
গত ২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'কাটপুতলি'। এটি যদিও প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। সেই ছবিরই প্রচারে 'দ্য কপিল শর্মা শো'তে দেখা যেতে চলেছে অক্ষয় কুমার এবং রকুলপ্রীত সিংহকে। নেট দুনিয়ায় যে প্রোমো শেয়ার করা হয়েছে এই শোয়ের, তাতে দেখা যাচ্ছে, স্টেজে অক্ষয় এবং রকুলপ্রীতকে স্বাগত জানাচ্ছেন কপিল। আর তারপরই বলিউডের 'খিলাড়ি'র উদ্দেশে কমেডিয়ান বলছেন, 'ভাই, আপনি প্রতি জন্মদিনে কীকরে এক বছর ছোট হয়ে যাও?' কপিলের এই প্রশ্নে অক্ষয় বলেন, 'এই লোকটা আমার সমস্ত কিছুতে বড় নজর দেয়। আমার ছবিতে, টাকাপয়সায় নজর দেয়। এখন ছবি চলছে না।' দুই তারকার এই মজাদার কথপোকথনের মধ্যেই হাসির রোল ওঠে কপিল শর্মার শোয়ে।
প্রসঙ্গত, অক্ষয় কুমারের পরপর তিনটি ছবি - 'বচ্চন পান্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষাবন্ধন' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এখন তার পরবর্তী ছবি 'কাটপুতলি' সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। এমন পরিস্থিতিতে, থ্রিলারের ট্রেলার লঞ্চ ইভেন্টে তাঁকে বক্স অফিসের লড়াই এবং সরাসরি OTT-তে চলচ্চিত্রের মুক্তি সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হলে, অক্ষয় তাঁর সিনেমার ব্যর্থতার জন্য নিজেকে দায়ী করেন।
আরও পড়ুন - Brahmastra: 'ব্রহ্মাস্ত্র' সফল হবে না, কেন এমন বলেছিলেন অমিতাভ বচ্চন?
বাসু ভগনানি ও জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ ও পূজা এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবির পরিচালনা করেছেন রঞ্জিত এম. তিওয়ারি। অক্ষয় কুমারকে তাঁর আগামী ছবি 'কাটপুতলি'তে অর্জন শেঠির চরিত্রে দেখা গিয়েছে। যিনি কসৌলির বাসিন্দাদের রক্ষা করার শপথ নেওয়া কর্তব্যনিষ্ঠ এক সাব-ইনস্পেক্টর। কিন্তু নিয়তির অন্য পরিকল্পনা ছিল। তিনি জড়িয়ে পড়েন এক খুনির কেসে। প্রত্যেক খুনের মধ্যে এক যোগসূত্র খুঁজে বের করে খুনিকে ধরতে উদ্যত হয় শেঠি। কিন্তু এই তদন্ত চলাকালীন, খুনি পৌঁছে যায় তাঁর নিজের বাড়ি পর্যন্ত। তারপর? জানতে হলে দেখতে হবে, 'কাটপুতলি'।