এক্সপ্লোর
‘আমি তোমায় গাছে ওঠা শিখিয়েছি, তুমি আমায় ভিডিও কল করতে’,এই প্রিয় মানুষকে জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানালেন অক্ষয়

মুম্বই: বলিউডের তিনি সুপারস্টার। দর্শকের কাছে তিনি অ্যাকশন হিরো, কমেডি হিরো। কিন্তু সেই মহাতারকা অক্ষয় কুমারের কাছে কে সবচেয়ে বড় তারকা বলুনতো? তাঁর ছেলে আরভ এবং মেয়ে নিতারা। নিজের পরিবারের প্রতি এতটাই দায়বদ্ধ অক্ষয় যে কোনও অবস্থাতেই কাজ, বা কাজ সংক্রান্ত ব্যস্ততার জন্যে নিজের পরিবারকে অবহেলা করেন না তিনি। যেমন নিজের ৫০ বছরের জন্মদিনের দিনে সবাই দেখেছিল, কীভাবে ছোট্ট মেয়ে নিতারার সমস্ত নির্দেশ বিনা বিরোধে পালন করছেন বাবা অক্ষয়। আজ আবার ছেলে আরভের ১৪ বছরের জন্মদিন। সেই দিন নিজের জীবনের অন্যতম এই প্রিয় মানুষটির একটি ছবি পোস্ট করে এই ক্যাপশন দিলেন অক্ষয়....
বহু জায়গাই ছেলের উচ্ছসিত প্রশংসা করে অক্ষয় বলেন, টুইঙ্কলের তত্ত্বাবধানে খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে আরভ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















