এক্সপ্লোর
Advertisement
টুকলির অভিযোগ অক্ষয়ের প্যাডম্যানের বিরুদ্ধে
মুম্বই: তাঁর লেখা স্ক্রিপ্ট থেকে একাধিক দৃশ্য তুলে নিয়েছে প্যাডম্যান। অভিযোগ করলেন চিত্রনাট্যকার রিপুদমন জয়সওয়াল। এ নিয়ে ছবির নায়ক অক্ষয় কুমারের বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি।
রিপুদমনের বক্তব্য, কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনসকে তিনি একটি চিত্রনাট্য পাঠিয়েছিলেন। আর এখন দেখছেন প্যাডম্যানের বেশ কয়েকটি দৃশ্য সেখান থেকে নেওয়া হয়েছে।
নিজের ফেসবুক পেজে রিপুদমন লিখেছেন, বছর দেড়েক আগে তিনি অরুণাচলম মুরুগানাথম ও তাঁর প্রকৃতিবান্ধব স্যানিটারি প্যাডের ওপর একটি ছবি করার জন্য চিত্রনাট্য লেখেন, রেজিস্ট্রিও করেন। সেই চিত্রনাট্য পাঠিয়ে দেন ধর্ম প্রোডাকশনসে। সেটা ছিল ৫ ডিসেম্বর, ২০১৬-র কথা। ঠিক ১০ দিন বাদে কী হল জানেন? তাঁর কানে এল, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না জানিয়েছেন, ওই একই বিষয় নিয়ে ছবি করতে চলেছেন তিনি, নায়ক হচ্ছেন অক্ষয় স্বয়ং।
আর প্যাডম্যানের ট্রেলার মুক্তির পর তিনি দেখছেন, অন্তত ১১টি দৃশ্য তাঁর চিত্রনাট্য থেকে নেওয়া হয়েছে। এমনকী যে দৃশ্যগুলি তিনি নিজে বানিয়েছিলেন, সেগুলিও কপি করেছে প্যাডম্যান।
এ নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement