Bollywood News: 'বড়ে মিঞা ছোটে মিঞা' পরিচালকের বিরুদ্ধে 'ফান্ডের অপব্যবহার' করার অভিযোগ প্রযোজকের
Bollywood Update: ৩ সেপ্টেম্বর, বান্দ্রা পুলিশ স্টেশনে ১৭ পাতার অভিযোগ জমা দেওয়া হয়েছে প্রযোজক-জুটি বাবা ও ছেলের তরফে। ভাগনানিদের প্রযোজনা সংস্থা 'পূজা এন্টারটেনমেন্ট' অভিযোগ এনেছে।
নয়াদিল্লি: পরিচালক আলি আব্বাস জাফরের (Ali Abbas Zafar) বিরুদ্ধে 'ফান্ডের অপব্যবহার' ('misappropriation of funds') করার অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন প্রযোজক বাসু ভাগনানি (Vashu Bhagnani) ও জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)। এই প্রযোজনা সংস্থা চলতি বছরের শুরু দিকে তৈরি করে আলি আব্বাস জাফর পরিচালিত অক্ষয় কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রফ (Tiger Shroff) অভিনীত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' (Bade Miyan Chote Miyan) যা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। ঠিক কী কী অভিযোগ তুলেছেন প্রযোজক-দ্বয়?
পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ বাসু-জ্যাকির
৩ সেপ্টেম্বর, বান্দ্রা পুলিশ স্টেশনে ১৭ পাতার অভিযোগ জমা দেওয়া হয়েছে প্রযোজক-জুটি বাবা ও ছেলের তরফে। ভাগনানিদের প্রযোজনা সংস্থা 'পূজা এন্টারটেনমেন্ট'-এর তরফে আলি আব্বাস জাফরের বিরুদ্ধে সিনেমার শ্যুটিংয়ের সময় 'আবু ধাবি কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া ভর্তুকি তহবিল পাচার' করার অভিযোগ তোলা হয়েছে। আলি আব্বাস জাফর ও 'মিশন রানিগঞ্জ' পরিচালক টিনু দেসাইয় এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে পারিশ্রমিক না মেটানোর অভিযোগ তোলার পরই এই টাকা নয়ছয়ের অভিযোগ করেছে সংস্থা। প্রযোজকদের বিরুদ্ধে দুই পরিচালক 'ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ'-এ অভিযোগ দায়ের করেছিলেন।
সূত্রের খবর, বান্দ্রা পুলিশের তরফে শীঘ্রই পরিচালককে তলব করা হতে পারে। ভাগনানিরা তাঁদের অভিযোগ পত্রে পরিচালকের বিরুদ্ধে ৯.৫০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ এনেছেন। এছাড়া 'জবরদস্তি, বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন, তোলাবাজি, ব্ল্যাকমেল, অপরাধমূলক হুমকি, হয়রানি, অপরাধমূলক মানহানি এবং অর্থ পাচার'-এর মতো একাধিক অভিযোগ এনেছেন তাঁরা পরিচালকের বিরুদ্ধে। সেখানেই উল্লেখ করা হয়েছে সিনেমা তৈরির ফান্ডের টাকা নাকি আবু ধাবির এক শেল কোম্পানির মাধ্যমে পাচার করেছেন আলি আব্বাস জাফর।
আরও পড়ুন: Rubel-Sweta: শ্বেতার জন্মদিনের 'সেরা উপহার' দিলেন 'বাবাই' রুবেল, বিশেষ আয়োজনে কী রইল?
চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পায় 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ডেভিড ধবনের একই নামে তৈরি ছবির রিমেক এটি, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, গোবিন্দা, যা ব্লকবাস্টার ছিল। কিন্তু বিশাল বাজেটে তৈরি অক্ষয়-টাইগারের 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' বক্স অফিসে নিজেদের ম্যাজিক দেখাতে একেবারেই ব্যর্থ হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।