Alia Bhatt: এক লাখ মুক্তো দিয়ে তৈরি হয়েছিল আলিয়ার মেট গালার পোশাক, ছিল আর কী কী বিশেষত্ব?
Alia Bhatt at Met Gala: আলিয়া চেয়েছিলেন, তাঁর পোশাকে যেন থাকে ভারতীয় ছোঁয়া। আর সেই কারণেই মুক্তোর এই পোশাক বেছেছিলেন আলিয়া। হাতে সেলাই করে মুক্তোর কাজ ফুটিয়ে তোলা হয়েছিল গাউনের ওপর
কলকাতা: দুধ সাদা গাউনের ওপর অগুনতি মুক্ত বসানো। আলিয়া ভট্টের (Alia Bhatt)-এর মেট গালায় (Met Gala)-এ পা রাখার সেই পোশাক এখন চর্চার কেন্দ্রে। দুধ সাদা ডিপ নেক গাউন তৈরি করেছেন প্রবাল গুরুং (Prabal Gurung)। মাঝখানে সিঁথি করে চুল বেঁধেছিলেন আলিয়া। কানে ছিল মুক্তরই দুল, হাতে মুক্তোর গয়না। মাথায় একটি মুক্তোর ক্লিপ পরেছিলেন আলিয়া।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, 'একজন নারীর কাছে মুক্তো কখনোই বেশি হতে পারে না।' বছরের পর বছর, কার্ল লেগারফেল্ডের প্রতিভা সবচেয়ে উদ্ভাবনী এবং বিস্ময় ও প্রেরণাদায়ক ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছে। মেট গালার রাতে আলিয়ার লুক তাঁর থেকে অনুপ্রাণিত হয়েছে এবং বিশেষ করে সুপারমডেল ক্লডিয়া শিফারের ১৯৯২-এর শ্যানেল ব্রাইডাল লুক থেকে। এই পোশাকের নির্মাতা জানিয়েছেন, আলিয়ার এই পোশাকটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ১ লাখ মুক্ত। ভারতের অন্যতম গর্ব, দুধ সাদা সিল্কের ওপরেই বসানো হয়েছে এই মুক্তো।
আলিয়া চেয়েছিলেন, তাঁর পোশাকে যেন থাকে ভারতীয় ছোঁয়া। আর সেই কারণেই মুক্তোর এই পোশাক বেছেছিলেন আলিয়া। হাতে সেলাই করে মুক্তোর কাজ ফুটিয়ে তোলা হয়েছিল গাউনের ওপর। আলিয়ার শেয়ার করা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই পোশাকের নির্মাতা প্রবাল গুরুং জানিয়েছেন, আলিয়ার সঙ্গে তাঁর দেখা হয়েছিল কর্ণ জোহরের (Karan Johar)-এর জন্মদিনের পার্টিতে। আর সেখানেই আলিয়ার সঙ্গে দেখা হয়েছিল প্রবালের। মেট গালার এই লুক নিয়ে অনেক পরিকল্পনা করেছিলেন তাঁরা।
আলিয়ার এই মুক্তোর লুকের সঙ্গে ছিল মানানসই স্মোকি আইজ। হাতে ছিল মোট পাঁচটি আংটি। মুক্তোর কাজ করা আরও একটি গয়না ছিল আলিয়ার হাত। তবে ডিপ নেক গাউনে খালি ছিল আলিয়ার গলা। তাঁর ত্বক দিয়ে যেন আলো পিছলে পড়ছে। মেট গালার লুকে সবাইকেই তাক লাগিয়ে দিয়েছেন আলিয়া।
আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?
আরও পড়ুন:Shah Rukh Khan: বিমানবন্দরে বিনা অনুমতিতে সেলফি তোলার চেষ্টা, অনুরাগীর হাত ঠেলে সরিয়ে দিলেন শাহরুখ!
View this post on Instagram