Shah Rukh Khan: বিমানবন্দরে বিনা অনুমতিতে সেলফি তোলার চেষ্টা, অনুরাগীর হাত ঠেলে সরিয়ে দিলেন শাহরুখ!
Shah Rukh Khan News: দর্শকদের ভালবাসা, মুগ্ধতায় সবসময় ভাসেন তিনি। কিন্তু কখনও কখনও কি এই মুগ্ধতা বিরক্তিকর হয়ে ওঠে তাঁর কাছে? সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ খানের একটি ভিডিও ক্লিপিংস।
কলকাতা: মায়ানগরী তাঁকে 'বাদশাহ' বলে ডাকে। তাঁকে ঘিরে উৎসাহ উদ্দীপনার যেন খামতি নেই কখনও। দর্শকদের ভালবাসা, মুগ্ধতায় সবসময় ভাসেন তিনি। কিন্তু কখনও কখনও কি এই মুগ্ধতা বিরক্তিকর হয়ে ওঠে তাঁর কাছে? সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর একটি ভিডিও ক্লিপিংস। সেখানে তাঁকে দেখা গেল, একজন অনুরাগী বিনা অনুমতিতে সেলফি তুলতে গেলে তাঁর হাত ঠেলে সরিয়ে দেন কিং খান (King Khan)।
সদ্য ডাঙ্কি (Donkey) ছবির শ্যুটিং শেষ করে মুম্বইতে ফিরেছেন শাহরুখ। রাজকুমার হিরানির (Rajkumar Hirani)-র ছবির শ্যুটিং শেষ করে মঙ্গলবার অনেকটা রাতে মুম্বই বিমানবন্দরে নামলেন শাহরুখ। কালো চশমায় চোখ ঢেকেছিলেন তিনি। কালো চামড়ার জ্যাকেট পরেছিলেন শাহরুখ। এদিন বিমানবন্দর থেকে তিনি বেরনোর পরেই তাঁকে ঘিরে শুরু হয় যায় দর্শকদের হই হুল্লোড়। ঠিক যেমনটা স্বাভাবিক। বিমানবন্দর থেকে বেরনোর পরেই সম্ভবত বিমানবন্দরের এক কর্মীই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য হাত বাড়ান। শাহরুখের কোনও অনুমতি নেননি ওই ব্যক্তি। কিন্তু শাহরুখকে সেলফির ফ্রেমবন্দি করতে গিয়েই বিপত্তি। অনুরাগীর হাত ঠেলে সরিয়ে দেন শাহরুখ।
এই ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। অনেকে লিখেছেন, 'ওই লোকটি তো শাহরুখকে স্পর্শ পর্যন্ত করেননি। তাহলে এভাবে হাত সরিয়ে দেওয়ার অর্থ কী? অনেকে আবার বলেছেন, 'শাহরুখের থেকে এই ধরণের ব্যবহার আশা করা যায় না।' তবে অনেকে আবার শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা বলেছেন, 'এই ধরণের অনুমতি না নিয়ে সেলফি তোলার চেষ্টা করা যে কোনও মানুষের পক্ষেই বিরক্তিকর হতে পারে।' তবে বিমানবন্দর থেকে কিন্তু বেশ ভাল মেজাজেই বেরিয়েছিলেন শাহরুখ। এমনকি অনুরাগীদের দিকে চুম্বনও ছুঁড়ে দেন তিনি।
সম্প্রতি অবশ্য এই ছবি তোলা নিয়েই সরব হয়েছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। মুম্বইতে নিজের বাড়িতে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন আলিয়া। নিজের বাড়িতেই এই ধরণের পাপারাৎজির তীব্র প্রতিবাদ করেছিলেন আলিয়া। তাঁর প্রশ্ন ছিল, 'নিজের বাড়িতেই এমন করে তাঁকে ক্যামেরাবন্দি করার আদৌ কি প্রয়োজন রয়েছে?' সেইসময় আলিয়া পাশে পেয়েছিলেন কার্যত গোটা ইন্ডাস্ট্রিকেই।
আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?
View this post on Instagram