এক্সপ্লোর
Advertisement
‘সড়ক’-এর রিমেক করবেন মহেশ ভট্ট, সিনেমায় দেখা যেতে পারে দুই মেয়ে আলিয়া ও পূজাকে
মুম্বই: সুপারহিট সিনেমা ‘সড়ক’-এর রিমেকের কথা বিবেচনা করছেন মহেশ ভট্ট। এমন খবর দীর্ঘদিন ধরেই ঘোরাফেরা করেছে। এবার অনুরাগীদের জন্য সুখবর। মহেশ এই সিনেমার রিমেকের সিদ্ধান্ত নিয়েছেন। তবে সিনেমার কাহিনী কী হবে এবং আগের সিনেমা থেকে কতটা প্রভাবিত হবে, তা এখনও ঠিক হয়নি। তবে সিনেমার স্টারকাস্ট যথেষ্ট আকর্ষণীয়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহেশের পরিচালনায় অভিনয় করতে পারেন তাঁর ছোট মেয়ে আলিয়া ভট্ট। ওই প্রতিবেদন অনুযায়ী, আলিয়া ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্তকে। শুধু তাই নয়, আদিত্য রায় কপূর ও মহেশের বড় মেয়ে পূজা ভট্টকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
জানা গেছে, সিনেমার শ্যুটিংয়ের সময়সূচীও স্থির করে ফেলেছেন। চলতি মাসের শেষের দিকেই শ্যুটিং শুরু হতে পারে বলে খবর। ভট্ট পরিবারের এই সিনেমা আগামী বছরের নভেম্বরে মুক্তির কথা ভেবে দেখা হচ্ছে। যদিও এই সিনেমা নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। বর্তমানে আলিয়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় আলিয়ার সঙ্গে দেখা যাবে রণবীর কপূরকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement