এক্সপ্লোর
Advertisement
এবার আলিয়া ভট্টর বিরুদ্ধে পুরস্কার-গড়াপেটার অভিযোগ রঙ্গোলির
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল ঠোঁটকাটা হিসেবেই পরিচিত। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক ব্যক্তিত্বই সম্প্রতি তাঁর নিশানায় এসেছেন। অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে কর্ণ জোহর, তাপসী পান্নু ও মহেশ ভট্টর মতো সিনে ব্যক্তিত্বদের বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন তিনি।
মুম্বই: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল ঠোঁটকাটা হিসেবেই পরিচিত। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক ব্যক্তিত্বই সম্প্রতি তাঁর নিশানায় এসেছেন। অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে কর্ণ জোহর, তাপসী পান্নু ও মহেশ ভট্টর মতো সিনে ব্যক্তিত্বদের বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন তিনি। এবার তাঁর নিশানায় মহেশ ভট্টর মেয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট।
আলিয়া সম্প্রতি জোয়া আখতারের গলি বয় সিনেমায় জন্য সেরা অভিনেত্রী বিভাগে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছেন আলিয়া। ট্যুইটারে একটি ভিডিও ঘোরাফেরা করছে, যেখানে অনুষ্ঠান স্থলে আলিয়াকে ট্রফি হাতে দেখা গিয়েছে। রঙ্গোলির দাবি, অনুষ্ঠান শুরুর আগেই আলিয়া অনুষ্ঠান ছেড়ে চলে যান। ভিডিওতে আলোকচিত্রীদের ছবি তোলার সময় এক মহিলা কন্ঠস্বর শোনা যায় (সম্ভবত তিনি আলিয়ার ম্যানেজার) এবং ছবি প্রকাশের সময় নিয়ে কথাবার্তা বলতে দেখা গিয়েছে।
এই ভিডিও নিয়েই রঙ্গোলি আলিয়াকে তোপ দেগেছেন। ওই ভিডিও রিট্যুইট করে রাজি সিনেমার অভিনেত্রীর বিরুদ্ধে পুরস্কার গড়াপেটার অভিযোগ তুলেছেন রঙ্গোলি। তিনি লিখেছেন, চলো, এতটা যে সততা তো রয়েছে, এই কাজটা চুপিচুরি করছ, সবার সামনে নয়, ভালো লাগছে যে, অন্তরে এখনও কিছু বেঁচে রয়েছে, যা বাধা দিচ্ছে?
এর আগে স্বজনপোষণ নিয়েও আলিয়াকে কটাক্ষ করেছিলেন রঙ্গোলি। এবারে তাঁর আক্রমণ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি আলিয়ার। পুরস্কার জয়ের পর আলিয়া ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তাঁর খুশির কথা জানিয়েছেন।Chalo itni honesty toh hai ki yeh kaam chup ke kar rahi ho, sabke samne nahin, achcha laga kuch toh bacha hai andar abhi bhi jo rok raha hai ???? https://t.co/bF8jlSgp6E
— Rangoli Chandel (@Rangoli_A) December 8, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement