Gangubai Kathiawadi: কে এই 'গাঙ্গুবাঈ'? কী তাঁর জীবনের আসল গল্প?
হুসেন জায়দির বই 'মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিটি। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকেরা জানতে আগ্রহী কে এই 'গাঙ্গুবাঈ'? কী তাঁর জীবনের আসল গল্প?
মুম্বই: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আজ মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজ প্রমুখ অভিনেতাদের। জানা যায়, হুসেন জায়দির বই 'মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিটি। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকেরা জানতে আগ্রহী কে এই 'গাঙ্গুবাঈ'? কী তাঁর জীবনের আসল গল্প?
হুসেন জায়দির বই থেকে জানা যায়, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র আসল নাম গঙ্গা হরজীবনদাস কাথিয়াওয়াড়ি। গুজরাটের এর প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। একবার প্রেমিক রামনিক লালের হাত ধরে গুজরাট থেকে মুম্বই আসেন তিনি। কিন্তু তাঁর প্রেমিক তাঁকে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কামাথিপুরার যৌনপল্লীতে বিক্রি করে দেয়। এরপর নানা ঘাত-প্রতিঘাতের পর তিনি অন্ধকার জগতের ডাকসাইটে মহিলা হয়ে ওঠেন। পরবর্তীকালে অনেকের কাছেই তিনি 'মুম্বই মাফিয়া কুইন' হিসেবে পরিচিত। তাঁর নির্দেশ ছাড়া সেখানে কোনও কাজ হত না। অন্ধকার জগতের পতিতাদের অধিকারের জন্য লড়াই শুরু করেন গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। যৌনকর্মীরা যাতে সমাজে সমস্তরকম অধিকার পান, তাঁদের সন্তানেরা যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, পড়াশোনা করতে পারে, তার জন্য লড়াই করতে থাকেন। হুসেন জায়দির 'মুম্বই মাফিয়া কুইন' বই অনুসারে জানা যায়, গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির এই অদম্য লড়াইয়ের জন্যই তিনি বিখ্যাত হয়ে ওঠেন। এবং পরবর্তীকালে রাজনীতিতেও ডাক পান।
আরও পড়ুন - Janhvi Kapoor JR NTR Pair: দক্ষিণী সুপারস্টারের বিপরীতে জাহ্নবী? সত্যিটা খোলসা করলেন বনি কপূর
মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে আসার জন্য প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। কিন্তু অদৃষ্টের কারণে তিনি গিয়ে পড়েন যৌনপল্লীতে। যৌনকর্মীদের ও তাঁদের সন্তানদের অধিকার নিয়ে লড়াই করা গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি মারা যান সত্তর বছর বয়সে। লেখক হুসেন জায়দির বই 'মুম্বই মাফিয়া কুইন' -এর একটি অধ্যায় নিয়ে ছবি তৈরি করলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী।