Alia Bhatt's Update: প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পান আলিয়া ভট্ট?
আজ যে আলিয়ার ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া। জানেন কি প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি?
মুম্বই: স্টার কিড হওয়ার পরও বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। কর্ণ জোহরের হাত ধরে বি টাউনে আত্মপ্রকাশ হয় তাঁর। প্রথম ছবি ছিল 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student Of The Year)। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আলিয়াকে। একের পর এক ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এখন তো বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন তিনি। সদ্যই হলিউড ছবির শ্যুটিং শেষ করে ফিরেছেন। আজ যে আলিয়ার ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া। জানেন কি প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি?
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পান আলিয়া ভট্ট?
মাত্র ১৯ বছর বয়স থেকেই বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করেন আলিয়া ভট্ট। তিনি যখন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির কাজ শুরু করেন, তখন প্রাপ্তবয়স্ক হয়ে সবেমাত্র এক বছর পেরিয়েছে তাঁর। বরুণ ধবন ও সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তাঁর বি টাউনে অভিষেক হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানালেন যে, প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। আলিয়া জানান, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। কিন্তু প্রথম রোজগারের টাকা তিনি নিজের জন্য খরচ করেননি একেবারেই। বরং, পারিশ্রমিকের চেকটি তিনি তুলে দিয়েছিলেন তাঁর মা সোনি রাজদানের হাতে। আলিয়া বলছেন, 'আমার সেই চেক প্রথমেই তুলে দিয়েছিলাম মায়ের হাতে। আর খুব শান্তভাবে বলেছিলাম যে, মা তুমিই এই টাকা সামলাও। এখনও পর্যন্ত মা-ই আমার টাকা-পয়সা সব সামলায়।'
আরও পড়ুন - Top Entertainment News Today: হলি-বলি-টলি, একনজরে আজকের সেরা বিনোদনের খবর
প্রসঙ্গত, অভিনয় জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভট্ট। ব্যক্তিগত জীবনে তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। মা হতে চলার সমস্ত মুহূর্ত উপভোগের সঙ্গে সঙ্গে পেশাগত জীবনও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানালেন, শীঘ্রই তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। কপূর পরিবারের সন্তান রণবীর কপূরের সঙ্গে বিয়ের পরও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের নামের সঙ্গে কপূর পদবী যোগ করেননি আলিয়া। তিনি এখনও 'ভট্ট' পদবীই ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়ায়। আলিয়া ভট্ট জানাচ্ছেন, শীঘ্রই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের নামের সঙ্গে 'কপূর' পদবী যোগ করতে চলেছেন। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, পাসপোর্টেও নিজের নাম বদলাতে চলেছেন তিনি। নাম বদলের অফিশিয়াল কাজকর্ম সমস্ত চলছে। 'ডার্লিংস' অভিনেত্রী বলছেন, 'আমার এটা করতে খুব ভালো লাগছে। আমাদের জীবনে সন্তান আসতে চলেছে। এখন আমি শুধু 'ভট্ট' হয়ে থাকতে চাই না। আমরা যখন কোথাও বেড়াতে যাই, চারপাশে 'কপূর' ডাক শুনতে পাই। আশা করি আমি কী বলতে চাইছি, তা বুঝতে পারছেন।'