এক্সপ্লোর

Top Entertainment News Today: হলি-বলি-টলি, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

টলিউড থেকে বলিউড কিংবা হলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন বিনোদনের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: টলিউড থেকে বলিউড কিংবা হলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন বিনোদনের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

বাচ্চাদের জন্য তৈরি সিনেমা-টিভি সিরিজের মাঝে বিজ্ঞাপন দেখাবে না নেটফ্লিক্স-

ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) এবং স্ট্রিমিং জায়ান্ট (Streaming Giant) হিসেবে নেটফ্লিক্সের (Netflix) জনপ্রিয়তা রয়েছে বিশ্বের প্রায় সব দেশেই। সম্প্রতি এই সংস্থা একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। বাচ্চাদের সিনেমা এবং টিভি সিরিজের মাঝখানে নেটফ্লিক্স বিজ্ঞাপন দেখাবে না (not to stream ads during movie) বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডিজনি প্লাস হটস্টার চলতি বছর মে মাসেই ঘোষণা করেছিল যে বাচ্চাদের অনুষ্ঠানের মাঝে তারা বিজ্ঞাপন দেখাবে না। অনুমান, প্রতিদ্বন্দ্বী সংস্থকে প্রতিযোগিতায় টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। TechCrunch সংস্থার রিপোর্টে বলা হয়েছে নেটফ্লিক্স সংস্থা তার পার্টনার কোম্পানিগুলিকে জানিয়েছে যে বাচ্চাদের প্রোগ্রাম কমার্সিয়াল ফ্রি অর্থাৎ বিজ্ঞাপন মুক্ত হবে।

'খড়কুটো' শেষে স্মৃতি হাতড়ালেন 'পটকা' অম্বরীশ-

প্রায় ২ বছরের সফর শেষ । আজ ছোটপর্দায় শেষ সম্প্রচার ধারাবাহিক 'খড়কুটো'-র। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং ফ্লোর থেকে ধারাবাহিক 'খড়কুটো' পরিবারের ছবি শেয়ার করে নিলেন পটকা ওরফে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya) । ধারাবাহিকের সেট থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অম্বরীশ। সেখানে তিনি লিখেছেন, 'দীর্ঘ দু'বছরের পথচলা শেষ হল । আজ "খড়কুটো" ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে ঠিক দুপুর ২ টোয় । এত দিন ধরে আপনাদের এত ভালবাসা ও প্রশ্রয় পেয়ে আমরা ধন্য... সবাই ভালো থাকবেন' ।

দেব-মিঠুনের শ্যুটিং শেষ, দর্শকদের রঙিন করার অপেক্ষায় 'প্রজাপতি'-

শ্যুটিং শেষ দুই তারকার ছবির। দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি'-র (Projapoti) শ্যুটিং । সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। সদ্য এই ছবির জন্যই বারাণসী পাড়ি দিয়েছিলেন দেব ও মিঠুন । 

পলিটিক্যাল থ্রিলারে 'শিবপুর', শ্যুটিং শেষে কেক কাটলেন পরমব্রত - স্বস্তিকা-

শেষ হল অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhatterjee) পরিচালিত ছবি 'শিবপুর'-এর (Shibpur) শ্যুটিং । পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), রজতাভ দত্ত (Rajatabha Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) ও রাজদীপ সরকারকে (Rajdeep Sarkar) দেখা যাবে এই ছবিতে।

শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছে রাজুর, জানালেন শেখর সুমন-

আজ ট্যুইটারে রাজুর শারীরিক অবস্থার খবর শেয়ার করে নেন শেখর সুমন । সেখানে তিনি লিখেছেন, 'রাজুর পরিবার সূত্রে জানা যাচ্ছে, তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে । কিন্তু এখনও সংকট কাটেনি রাজুর । তবে তিনি আগের থেকে উন্নতি করেছেন বলেই মন চিকিৎসকদের । আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি । সবই ঠাকুরের কৃপা । হর হর মহাদেব ।'

শাহরুখে কথায় সমস্ত স্পটলাইট ঘুরল ভিকির বাবার দিকে-

একটি সাক্ষাৎকারে শাম কৌশল জানান, একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে সঞ্চালনা করছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal )। ছেলের সঞ্চালনা দেখতে অনুষ্ঠানে হাজির ছিলেন শাম কৌশল । অনুষ্ঠানের আয়োজকদের কথা মতো পঞ্চম বা ষষ্ঠ সারিতে বসেছিলেন শাম । অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চে আসেন শাহরুখ ও ভিকি । সঞ্চালনার শুরুর দিকেই শাহরুখ বলে ওঠেন যে, কেরিয়ারের একেবারে শুরুর দিকে শাম কৌশল তাঁকে অনেকরকম সাহায্য করেছেন । শাহরুখ নাকি অনেক কিছু শিখেছেন শাম কৌশলের থেকে । এরপর কিং খান জানতে চান, দর্শকাসনে ঠিক কোথায় বসে রয়েছেন শ্যাম? সমস্ত স্পটলাইট তখন শামের দিকে । বলিউড অ্যাকশন পরিচালক ও পাশে বসা স্ত্রী বীণার তখন চোখে জল । জীবনের অনেক সম্মান, অনেক পুরস্কার পেয়েছেন শাম । কিন্তু সেদিনের শাহরুখ খানের তাঁকে দেওয়া সম্মান কখনও ভুলতে পারেন না শাম । 

আরও পড়ুন - Alia Bhatt: মা হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আলিয়া ভট্ট

এই বলিউড অভিনেতার সঙ্গে কাজ করতে চাইলেন যশ-

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। ছবিতে যশের অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য পায়। 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির পর যশের জনপ্রিয়তা আরও বেড়েছে। সেই যশই এবার বলিউডের এক নামী অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন। সেই বলিউড অভিনেতা হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবির সুপারস্টার যশ বলেন, 'আমি নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ করতে চাই। আমার মনে হয়, তিনি অসাধারণ একজন অভিনেতা।' প্রসঙ্গত, এই প্রথমবার নয় যে কোনও অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ করতে চাইলেন। এর আগে অভিনেতা অনিল কপূরও 'গ্যাংস অফ ওয়াসেপুর' অভিনেতার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। 

কেন বলিউডকে 'বয়কট' করছে মানুষ? বিস্ফোরক 'দ্য় কাশ্মীর ফাইলস' পরিচালক-

বিবেক অগ্নিহোত্রী জানাচ্ছেন যে, সাধারণ মানুষ ঔদ্ধত্ব, দ্বিচারিতা, প্রচারের অহেতুক টাকা খরচ এবং বলিউডের লাইফস্টাইল একেবারেই মেনে নেয় না। আর তাঁরা আজ আর এই সমস্ত কিছু সহ্য করতে রাজী নয়। এই কারণেই বলিউডের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ দর্শক। তিনি বলছেন, 'অস্কারের মঞ্চে যাতে 'দ্য কাশ্মীর ফাইলস' কোনওভাবে যেতে না পারে, তার জন্য ওরা এখনও প্রচার চালিয়ে যাচ্ছে। ওরা এই সমস্ত কাজে পারদর্শীষ যদি মানুষ ওদের ছবি বয়কট করে থাকে, তাহলে নিজেদের রাগ থেকে করছে। বলিউডের এই ঔদ্ধত্ব আর মেনে নিতে চায় না সাধারণ মানুষ। ওদের কী মনে হয়, সাধারণ মানুষ খুব বোকা? তারা কিছুই বোঝে না? তারা বলিউডের এই দ্বিচারিতা দেখতে পায় না? ইদের দিন, দিপাবলীর দিন ছবি মুক্তি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না। এটাই বাস্তব।'

কয়েকঘণ্টার মধ্যেই আসছে House Of The Dragon! দেখা যাবে কোথায়?

ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন থাকলে আগামিকাল 
'হাউস অফ দ্য ড্রাগন'-র প্রিমিয়ার দেখতে পাবেন ভারতীয়রা। এই প্রিক্যুয়েলের প্রথম সিজনে ১০টি পর্ব থাকছে। সাপ্তাহিক ভিত্তিকে একটি করে পর্ব দেখানো হবে। ২২ আগস্ট থেকে প্রতি সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় নতুন পর্ব সম্প্রচার হবে। 
এবার শুধু ভোরের অপেক্ষা। তার পরই ডান্স অফ দ্য ড্রাগন? 

'সন্তানের জন্ম দেওয়া খুব স্বার্থপর সিদ্ধান্ত', কেন এমন বললেন সোনম?

সোনম কপূর বলেন, 'অগ্রাধিকার বদলে যায়। আমার মনে হয় সন্তান শুধুমাত্র আমারই থাকবে। আসলে সত্যিটা হচ্ছে, ওরা মানে সন্তানরা তো নিজেরা বেছে নিয়ে এই পৃথিবীতে আসে না। আমরাই ওদের এই পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। তাই এই সিদ্ধান্ত সত্যিই বড় স্বার্থপর।'

বলিউডের 'অন্ধকার দিক' নিয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী দীর্ঘ একটি পোস্ট করেছেন। তিনি সেখানে জানিয়েছেন যে, বলিউড শুধুমাত্র 'ট্যালেন্ট হাব' নয়। তার সঙ্গে অভিনেতারা মাদক এবং অ্যালকোহলেও ডুবে থাকেন। বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, 'আপনারা যে বলিউড দেখেন, তা আসল বলিউড নয়। আসল বলিউডের অনেক অন্ধকার দিক রয়েছে। সেই অন্ধকার এতটাই গাঢ় যে, সাধারণ মানুষের পক্ষে তার হদিশ পাওয়া মুশকিল। সেই অন্ধকার দিকের মধ্যে আপনারা অনেক কবর দেওয়া স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন, নষ্ট করে দেওয়া স্বপ্ন দেখতে পাবেন। বলিউড যদি ট্যালেন্টের জাদুঘর হয়, তাহলে অন্যদিকে, তা ট্যালেন্টের কবরখানাও। এটা শুধুমাত্র বাতিল হওয়ার কারণ হিসেবে নয়। যাঁরাই এখানে আসেন, তাঁরা জানেন, সমস্ত কিছুর সঙ্গে বাতিল হওয়ার ঘটনা জড়িয়ে থাকবে। এখানে বহু প্রতিভার গলা টিপে খুন করা হয়। একজন মানুষ খাবার ছাড়াও বেঁচে থাকতে পারেন। কিন্তু সম্মান ছাড়া, আশা ছাড়া, স্বপ্ন ছাড়া বেঁচে থাকতে পারেন না। এখানে কোনও মধ্যবিত্ত পরিবারের প্রতিভার উন্নতি হয় না। ভাগ্যবান তাঁরা, যাঁরা বাড়ি ফিরে যান। যাঁরা থেকে যান, ধ্বংস হয়ে যান।'

কিনারা করতে পারবেন পায়েল, মৈনাক, সুদীপ?

এই গল্প গোয়েন্দা অফিসের অন্দরের। মানবপাচার, একের পর এক অনৈতিক কাজ আর এক 'সীমান্ত'-এর গল্প। যেখানে সবাই শুধু জানতে চায় সত্যিটা। মুক্তি পেল সুমন মৈত্রের (Suman Maitra) নতুন ছবি 'সীমান্ত'-র ট্রেলার (Trailer)।  এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন পায়েল সরকার (Paayel Sarkar), সাহেব ভট্টাচার্য্য (Shaheb Bhattacherjee), রণজয় বিষ্ণু (Rano Joy), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee), ঋষি রাজ (Hrishie Raj), আনন্দ চৌধুরী (Ananda Choudhuri), সনিয়া রায় (Sonia Roy), সুশীল সিকারিয়া (Sushil Sikaria), ধ্রুব দেবনাথ (Dhruba Debnath), পল্লব ঘোষ (Pallav Ghosh) ও রত্নদীপ ঘোষ (Ratnadeep Ghosh)।

ফটোশ্যুট বিতর্কে ফের রণবীরকে তলব মুম্বই পুলিশের-

ফটোশ্যুট বিতর্কে এবার রণবীর সিংহ (Ranveer Singh)-কে হাজিরার জন্য নোটিশ পাঠাল চেম্বার থানা। যদিও এই প্রথম নয়, বিতর্কের জেরে এর আগেও রণবীরকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। তখন ২ সপ্তাহের জন্য সময় চেয়ে নেন বলি অভিনেতা। এরপর আজ ফের বলিউডের 'বাজিরাও'-কে তলব করে পাঠিয়েছে মুম্বইয়ের থানা। 

মা হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আলিয়া ভট্ট-

অভিনয় জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভট্ট। ব্যক্তিগত জীবনে তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। মা হতে চলার সমস্ত মুহূর্ত উপভোগের সঙ্গে সঙ্গে পেশাগত জীবনও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানালেন, শীঘ্রই তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। কপূর পরিবারের সন্তান রণবীর কপূরের সঙ্গে বিয়ের পরও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের নামের সঙ্গে কপূর পদবী যোগ করেননি আলিয়া। তিনি এখনও 'ভট্ট' পদবীই ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়ায়। আলিয়া ভট্ট জানাচ্ছেন, শীঘ্রই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের নামের সঙ্গে 'কপূর' পদবী যোগ করতে চলেছেন। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, পাসপোর্টেও নিজের নাম বদলাতে চলেছেন তিনি। নাম বদলের অফিশিয়াল কাজকর্ম সমস্ত চলছে। 'ডার্লিংস' অভিনেত্রী বলছেন, 'আমার এটা করতে খুব ভালো লাগছে। আমাদের জীবনে সন্তান আসতে চলেছে। এখন আমি শুধু 'ভট্ট' হয়ে থাকতে চাই না। আমরা যখন কোথাও বেড়াতে যাই, চারপাশে 'কপূর' ডাক শুনতে পাই। আশা করি আমি কী বলতে চাইছি, তা বুঝতে পারছেন।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jhargram Doctor Death: আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু, হোয়াটসঅ্যাপ বার্তায় থ্রেট কালচারের উল্লেখ
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু, হোয়াটসঅ্যাপ বার্তায় থ্রেট কালচারের উল্লেখ
Abhishek Banerjee: আনুগত্য নয়, পারফরম্যান্সে গুরুত্ব, জেলাস্তরে রদবদলের একগুচ্ছ সুপারিশ অভিষেকের, বীরভূমে অনুব্রতর কী হবে?
আনুগত্য নয়, পারফরম্যান্সে গুরুত্ব, জেলাস্তরে রদবদলের একগুচ্ছ সুপারিশ অভিষেকের, বীরভূমে অনুব্রতর কী হবে?
Kalyan Banerjee: অভিষেকের জন্মদিনে ট্রাম্প প্রশস্তি কল্যাণের, স্মরণ করালেন বয়সও, ফের কি উস্কে দিলেন প্রবীণ-নবীন বিতর্ক?
অভিষেকের জন্মদিনে ট্রাম্প প্রশস্তি কল্যাণের, স্মরণ করালেন বয়সও, ফের কি উস্কে দিলেন প্রবীণ-নবীন বিতর্ক?
Sunita Williams: এ কী চেহারা হয়েছে? মহাকাশে কি স্বাস্থ্যের অবনতি সুনীতার? ছবি দেখে উদ্বিগ্ন সকলে
এ কী চেহারা হয়েছে? মহাকাশে কি স্বাস্থ্যের অবনতি সুনীতার? ছবি দেখে উদ্বিগ্ন সকলে
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar News: চার সপ্তাহের মধ্য়ে সপ্তম স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের | ABP Ananda LIVERG Kar News: চার সপ্তাহের মধ্য়ে সিবিআইকে পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের | ABP Ananda LIVEFirhad Hakim: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ ফিরহাদ হাকিমের | ABP Ananda LIVEWest Bengal News: দালালরাজ রুখতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সুপারিশ তদন্ত কমিটির | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhargram Doctor Death: আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু, হোয়াটসঅ্যাপ বার্তায় থ্রেট কালচারের উল্লেখ
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু, হোয়াটসঅ্যাপ বার্তায় থ্রেট কালচারের উল্লেখ
Abhishek Banerjee: আনুগত্য নয়, পারফরম্যান্সে গুরুত্ব, জেলাস্তরে রদবদলের একগুচ্ছ সুপারিশ অভিষেকের, বীরভূমে অনুব্রতর কী হবে?
আনুগত্য নয়, পারফরম্যান্সে গুরুত্ব, জেলাস্তরে রদবদলের একগুচ্ছ সুপারিশ অভিষেকের, বীরভূমে অনুব্রতর কী হবে?
Kalyan Banerjee: অভিষেকের জন্মদিনে ট্রাম্প প্রশস্তি কল্যাণের, স্মরণ করালেন বয়সও, ফের কি উস্কে দিলেন প্রবীণ-নবীন বিতর্ক?
অভিষেকের জন্মদিনে ট্রাম্প প্রশস্তি কল্যাণের, স্মরণ করালেন বয়সও, ফের কি উস্কে দিলেন প্রবীণ-নবীন বিতর্ক?
Sunita Williams: এ কী চেহারা হয়েছে? মহাকাশে কি স্বাস্থ্যের অবনতি সুনীতার? ছবি দেখে উদ্বিগ্ন সকলে
এ কী চেহারা হয়েছে? মহাকাশে কি স্বাস্থ্যের অবনতি সুনীতার? ছবি দেখে উদ্বিগ্ন সকলে
Medical Examination SOP: টোকাটুকিতে খাতা বাতিল, নামের পরিবর্তে বারকোড, মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় এবার কড়াকড়ি
টোকাটুকিতে খাতা বাতিল, নামের পরিবর্তে বারকোড, মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় এবার কড়াকড়ি
RG Kar case Hearing: চার সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ CBI-কে, আজকের মতো আর জি কর শুনানি শেষ সুপ্রিম কোর্টে
চার সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ CBI-কে, আজকের মতো আর জি কর শুনানি শেষ সুপ্রিম কোর্টে
RG Kar Case Hearing: অন্য রাজ্যে আর জি কর মামলা সরানোর আর্জি, সুপ্রিম কোর্ট বলল...
অন্য রাজ্যে আর জি কর মামলা সরানোর আর্জি, সুপ্রিম কোর্ট বলল...
Weather Update: ডানা ঝাপটানোর অপেক্ষায় উত্তুরে হাওয়া !  নামতে পারে তাপমাত্রা ? শীতের আমেজ কবে থেকে ? এল জরুরি আপডেট
ডানা ঝাপটানোর অপেক্ষায় উত্তুরে হাওয়া ! নামতে পারে তাপমাত্রা ? শীতের আমেজ কবে থেকে ? এল জরুরি আপডেট
Embed widget