Alia Bhatt: মেয়ের নাম কী হবে নিজেই জানিয়েছিলেন আলিয়া! ভাইরাল ভিডিও
Alia Bhatt Update: গতকাল অর্থাৎ রবিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। কপূর পরিবারে এসেছে নতুন সদস্য। বাবা হয়েছেন রণবীর কপূর। আর এই খবরের পরেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তায়
মুম্বই: আলিয়া ভট্ট (Alia Bhatt) কি আগে থেকেই জানতেন তাঁর কোন আলো করে আসবে কন্যাসন্তান? মা হওয়ার পরে ভাইরাল বলিসুন্দরীর এক পুরনো ভিডিও। সেখানে তিনি কথা বলছেন, তাঁর কন্যাসন্তানের নাম নিয়ে!
গতকাল অর্থাৎ রবিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। কপূর পরিবারে এসেছে নতুন সদস্য। বাবা হয়েছেন রণবীর কপূর। আর এই খবরের পরেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। সেই সঙ্গে অবশ্য পাল্লা দিয়ে এসেছে ট্রোলিংও। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আলিয়ার পুরনো একটি ভিডিও।
একটি রিয়্যালিটি শো-এর অতিথি হয়ে এসেছিলেন আলিয়া। সেখানে তিনি এক প্রতিযোগীর নাম জানতে চান। বানান করে সেই খুদে জানায়, তার নাম আলমা। নামটি বেশ পছন্দ হয় আলিয়ার। মজার ছলেই তিনি জানান, মেয়ে হলে এই নামই রাখবেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজেই সংসারে নতুন সদস্য আসার কথা জানিয়েছিলেন আলিয়া।
আরও পড়ুন: Adipurush Update: পিছিয়ে গেল 'আদিপুরুষ' মুক্তির দিন, গ্রাফিক্স নিয়ে যত্নশীল হতেই কি সিদ্ধান্ত?
View this post on Instagram