Alia Bhatt:ঝুলিতে এসেছে প্রথম জাতীয় পুরস্কার, আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ মা ও শাশুড়ি
Soni Rajdan and Neetu kapoor: মায়েদের ভালবাসায় আপ্লুত রণবীর ঘরণী।
কলকাতা: গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র Gangubai Kathiawadi) জন্য জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত আলিয়া ভট্ট (Alia Bhatt)। আর তাঁর এই সাফল্য়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন মা সোনি রাজদান ও শাশুড়ি নিতু কপূর। সোশ্য়াল মিডিয়ায়, নিতু লেখেন, 'তোমার জন্য় গর্বিত, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।' নিতুর পোস্টের উত্তরে আলিয়া লেখেন, 'ভালবাসি'। অন্য়দিকে, সোনি রাজদান লিখেছেন, 'অত্যন্ত গর্বিত, তোমায় অনেক শুভেচ্ছা', এর উত্তরে আলিয়া লেখেন,'ভালবাসি মা'।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেয় ৬৯তম জাতীয় পুরস্কারের ঘোষণা হয়। নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষিত হয় বিজয়ীদের নাম। সেখানেই সেরা অভিনেত্রী হিসেবে আলিয়ার নাম ঘোষণা করা হয়। তবে এদিন শুধু নাম ঘোষণা হয়েছে। এ বছরের শেষ দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। (National Awards 2023) আলিয়ার পাশাপাশি 'মিমি' ছবির জন্য (Mimi) সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতী শ্য়ানন (Kriti Sanon)।
আরও পড়ুন...
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়
উল্লেখ্য়, সঞ্জয়লীলা ভনশালীর পরিচালনায় তৈরি ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। ছবির গল্প নেওয়া হয়েছে বাস্তব থেকে। লেখক এস হুসেন জইদির বই 'মাফিয়া কুইন্স অফ মুম্বই' থেকে অনুপ্রাণিত এই ছবি। হুসেন বইটি লিখেছিলেন গঙ্গুবাই কোঠেওয়ালিকে নিয়ে, যিনি গুজরাতের কাথিয়াওয়াড় থেকে মুম্বইয়ে যৌনপল্লীতে এসে পড়েন। তার পর সেখানকার সর্বেসর্বা হয়ে ওঠেন তিনি।
'পদ্মাবত' ছবির পর হুসেনের বইকেই ছবির বিষয়বস্তু হিসেবে বেছে নেন সঞ্জয়। মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য পছন্দ হয় আলিয়াকে। বয়েসের তুলনায় এত পরিণত চরিত্র আলিয়া সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারবেন কিনা, তা নিয়ে গোড়ায় সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই কেটে যায় যাবতীয় ধন্দ। বার্লিন ফিল্ম ফেস্টিভ্য়ালেও দেখানো হয় ছবিটি। বক্সঅফিসে ১৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে।
উল্লেখ্য়, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani) । এই দুইয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। এছাড়াও এই ছবিতে নজর কেড়েছেন চৃর্ণী গঙ্গোপাধ্য়ায় ও টোটা রায়চৌধুরীর মত বাংলার অভিনেতারা। কর্ণ জোহর পরিচালিত এই ছবি পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে দর্শকের মনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন