Alia Bhatt: কাজ আমার ভালোবাসা, সন্তানসম্ভবা হয়েও বিশ্রাম নিতে ইচ্ছা করে না: আলিয়া
Alia Bhatt on Pregnancy: আলিয়া ভট্ট সন্তানসম্ভবা, এই খবর কারও অজানা নয়। তবে তাঁর কাজে কোনও খামতি নেই। কখনও তিনি স্বমহিমায় শেষ করছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র শ্যুটিং।
মুম্বই: আলিয়া ভট্ট সন্তানসম্ভবা, এই খবর কারও অজানা নয়। তবে তাঁর কাজে কোনও খামতি নেই। কখনও তিনি স্বমহিমায় শেষ করছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)-র শ্যুটিং। কখনও আবার নিজের প্রযোজিত ছবির প্রচারে হাজির হয়ে যাচ্ছেন সংবাদমাধ্যমের সামনে। আজ তেমনই নিজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ডার্লিংস’ (Darlings)-এর নতুন গান ‘লা ইলাজ’-এর প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, সন্তানসম্ভবা হয়েও এত কাজ কেন করছেন আলিয়া? তাঁর কি বিশ্রামের প্রয়োজন নেই? উত্তরে আলিয়া বলেন, 'কাজ করতে আমি ভালোবাসি। কাজ করে আমি শান্তি পাই, আনন্দ পাই। তাই সন্তানসম্ভবা হওয়া সত্তেও আমি বিশ্রামের প্রয়োজনবোধ করছি না।'
আগামী মাস অর্থাৎ অগাস্টের ৫ তারিখ নেটফ্লিক্সে (Netflix)-এ মুক্তি পাবে আলিয়া ভট্ট, শেফালি শাহ (Shehfali Shah) অভিনীত 'ডার্লিংস' (Darlings) সিরিজ। আলিয়ার সঙ্গে এই ছবি প্রযোজনা করছে শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রযোজনা সংস্থা রেড চিলিজ (Red Chilis)।
আজ এই ছবির গানের মুক্তির প্রচারে এসেছিলেন আলিয়া। সেখানে এসেই আলিয়া বলেন, 'আমার মন, আমার আত্মাকে আমি সবসময় উদ্দীপ্ত আর প্রাণবন্ত রাখার চেষ্টা করি। আর তাই ১০০ বছর বয়স পর্যন্ত কাজ করতে চাই। কাজ করতে আমি ভালোবাসি। কাজ করে আমি শান্তি পাই, আনন্দ পাই। তাই সন্তানসম্ভবা হওয়া সত্তেও আমি বিশ্রামের প্রয়োজনবোধ করছি না।'
নিজের প্রযোজিত ছবি সম্পর্কে আলিয়া বলেন, 'একজন প্রযোজক হওয়া মানেই আমি যে আমার অভিনয় বদলে ফেলব এমনটা নয়। আমার মধ্যে প্রযোজক সত্তা অনেকটা পড়ে জেগেছে। আমি প্রথমে একজন অভিনেত্রী ছিলাম। আমার বিশ্বাস এখনও তাই আছি।'
নিজে ছবির ট্রেলার শেয়ার করে আলিয়া লিখেছিলেন, 'প্রযোজক হিসেবে আমার প্রথম ছবি। এই ছবির ট্রেলার সবার সঙ্গে শেয়ার করতে গিয়ে আমার মধ্যে আবেগ আর উচ্ছাস দুইই সমানভাবে কাজ করছে। আলিয়ার ট্রেলারে তাঁকে ভালোবাসা জানিয়েছেন মা সোনি রাজদান। সেই সঙ্গে সোনি এও লিখেছেন, তিনি আলিয়াকে নিয়ে গর্বিত।