যোধপুরের কোন বাড়িতে আলিয়া ভট্টের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন রণবীর?
এই মুহূর্তে যোধপুরের সুজান জাওয়াই ক্যাম্পে একান্তে সময় কাটাচ্ছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি রণবীর-আলিয়া।
মুম্বই: মূলত জন্মদিন উপলক্ষেই প্রেমিকা আলিয়া ভট্টকে (Alia Bhatt) নিয়ে যোধপুরে গিয়েছেন বলিউড নায়ক রণবীর কপূর (Ranbir Kapoor)। বলিউড ডিভা আলিয়া ভট্টের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নতুন কিছু নয়। নিজের জন্মদিনে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটানোই উদ্দেশ্য। তাই রণবীর কপূরের জন্মদিনে শুভেচ্ছা জানানোর পরই কোথায় তাঁরা একান্তে রোম্যান্টিক মুহূর্ত কাটাচ্ছেন, তার ছবিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন আলিয়া ভট্ট।
আরও পড়ুন - Ali Fazal: এশিয়া কনটেন্ট অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার মনোনয়ন, উচ্ছ্বসিত আলি ফজল
সদ্যই গিয়েছে বলিউড হার্টথ্রব রণবীর কপূরের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে রোম্যান্টিক একটি ছবির সঙ্গে অল্প কিছু শব্দে নিজের মনের কথা জানানোর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা আলিয়া ভট্ট। সমুদ্রের ধারে বসে একে অপরের কাঁধে মাথা রেখে রোম্যান্টিক মুহূর্ত কাটানোর ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন আলিয়া, 'শুভ জন্মদিন আমার জীবন'। তারই পরে নিজেদের ছুটি কাটানোর জায়গার কিছু অসাধারণ ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
এই মুহূর্তে যোধপুরের সুজান জাওয়াই ক্যাম্পে একান্তে সময় কাটাচ্ছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি রণবীর-আলিয়া। জন্মদিনে জীবনের বিশেষ মানুষের সঙ্গে বিশেষ সময় কাটানোর জন্য এমন মনোরম পরিবেশকেই বেছে নিয়েছেন অভিনেতা। ছুটি কাটাতে যাওয়ার সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়ে যান রণবীর কপূর ও আলিয়া ভট্ট। যেখানে প্রেমিকাকে আগলে রাখতে দেখা যাচ্ছে অভিনেতাকে।
আরও পড়ুন - SRK On Aryan AbRam Bond: ভিডিও গেমে মজে আরিয়ান-আব্রাম, গৌরি খানের ছবিতে আবেগঘন কমেন্ট কিং খানের
প্রসঙ্গত, রণবীর কপূরের জন্মদিনেই তাঁর আগামী ছবি 'শামশেরা'য় তাঁর নতুন লুক প্রকাশ করে যশ রাজ ফিল্মস। যদিও মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে তাদের আগামী চারটি ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। খুব শীঘ্রই 'শামশেরা', 'ব্রহ্মাস্ত্র', পরিচালক লভ রঞ্জন একটি ছবি এবং 'অ্যানিমল', এই চারটি ছবিতে দেখা যাবে রণবীর কপূরকে। অন্যদিকে আলিয়া ভট্টকেও 'গাঙ্গুলাঈ কাথিয়াওয়াড়ি', 'ট্রিপল আর', 'রকি অউর রানি কি প্রেম কাহানি', 'জি লে জারা' এবং 'ডার্লিংস' ছবিতে দেখা যেতে চলেছে খুব শীঘ্রই।