SRK On Aryan AbRam Bond: ভিডিও গেমে মজে আরিয়ান-আব্রাম, গৌরি খানের ছবিতে আবেগঘন কমেন্ট কিং খানের
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিটি পোস্ট করে গৌরি খান ক্যাপশনে লেখেন, 'বয়েস নাইট আউট'।
![SRK On Aryan AbRam Bond: ভিডিও গেমে মজে আরিয়ান-আব্রাম, গৌরি খানের ছবিতে আবেগঘন কমেন্ট কিং খানের Shah Rukh Khan Reactions on brothers Aryan AbRam bond over video games SRK On Aryan AbRam Bond: ভিডিও গেমে মজে আরিয়ান-আব্রাম, গৌরি খানের ছবিতে আবেগঘন কমেন্ট কিং খানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/29/9728cc25b65cd1df73deeb0d96942ee4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুই ছেলের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন শাহরুখ পত্নী গৌরি খান। ছবিতে দেখা যাচ্ছে আরিয়ান খান ও অ্যাব্রাম একসঙ্গে ভিডিও গেমে মজেছে। ছেলেদের মধ্যে 'গেম খেলার বন্ধন' দেখে কমেন্ট করেছেন খোদ শাহরুখ খানও। তিনি কমেন্ট করেছেন, 'ব্রাদার্স হু প্লে টুগেদার, স্টে টুগেদার।' অর্থাৎ যে ভাইরা একসঙ্গে খেলে, তারা সারাজীবন একসঙ্গে থাকে।
View this post on Instagram
মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিটি পোস্ট করে গৌরি খান ক্যাপশনে লেখেন, 'বয়েস নাইট আউট'। সেখানেই গর্বিত বাবা, কিং খান, কমেন্ট করেছেন। তিনি লেখেন, 'গেমসই এখন নতুন বন্ধন শক্তি। যে ভাইরা একসঙ্গে খেলে, আমার মনে হয় সারাজীবন একসঙ্গে থাকে।'
দুই ভাইয়ের প্রশংসা করে গৌরি খানের পোস্টে কমেন্ট করেন শাহরুখ-গৌরির একাধিক বন্ধুরাও।
অন্যদিকে বহু বলি তারকা যেমন অক্ষয় কুমার, সলমন খান ও সেফ আলি খান ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছেন ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু এই ব্যাপারে বলিউডের কিং খান এখনও খাতাই খুলতে পারেননি। ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে এমন কোনও শো বা সিনেমা কোনও কিছুর ঘোষণাই করেননি তিনি। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ডিজনি প্লাস হটস্টারের 'Siway SRK' প্রোমো।
যদিও এখনও কোনও অফিশিয়াল ঘোষণা করেননি অভিনেতা শাহরুখ খান, তবে তাঁর ডিজিট্যাল ডেবিউ সম্পর্কে বহুবার বিভিন্ন রকমের ইঙ্গিত দিয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার একটি নতুন বিজ্ঞাপন পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে কিং খান তাঁর অ্যাসিস্ট্যান্টের ফোন বারান্দা থেকে ফেলে দিচ্ছেন। তবে সেটা কেন, জানতে বিজ্ঞাপনটা একবার দেখে নেওয়া উচিত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)