Allu Arjun-Virat Kohli: 'অ্যারেস্ট বিরাট কোহলি', চিন্নাস্বামীতে পদপিষ্ট হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেরাল অল্লু অর্জুনের ঘটনার স্মৃতি
Bengaluru Stampede Row: অল্লু অর্জুনের প্রসঙ্গ কেন টেনে আনা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিতে, পিছিয়ে যেতে হবে গত বছরের ডিসেম্বর মাসে

কলকাতা: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আরসিবি-র মার্কেটিং বিভাগের প্রধানকে। বেঙ্গালুরুতে আরসিবি-র বিজয় উৎসবে প্রাণ হারান ১১ জন। এদিন আইপিএল ট্রফি নিয়ে চিন্নাস্বামীতে একটি বিজয় উৎসব হওয়ার কথা ছিল। হওয়ার কথা ছিল একটি ভিকট্রি প্যারেডেরও। কিন্তু অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় সেই ভিক্ট্রি প্যারেড। তবে চিন্নাস্বামীর মধ্যে ট্রফি নিয়ে বিজয় উৎসবে সামিল হন আরসিবি-র সব্বাই। বিরাট কোহলির (Virat Kohli)-র হাতে ট্রফি দেখার জন্য এদিন ভিড় উপচে পড়েছিল চিন্নাস্বামীতে। আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের, আহত হন বহু মানুষ। কিন্তু এই পরিস্থিতিতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, অল্লু অর্জুন (Allu Arjun)! কেন?
অল্লু অর্জুনের প্রসঙ্গ কেন টেনে আনা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিতে, পিছিয়ে যেতে হবে গত বছরের ডিসেম্বর মাসে। ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল, 'পুষ্পা ২'। ছবির মুখ্যভূমিকায় ছিলেন, অল্লু অর্জুন। মুক্তির আগের দিন, হায়দরাবাদের একটি প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অল্লু অর্জুন। হায়দরাবাদের সেই প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিনেতাকে। হল মালিকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। অল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠেছিল অভিনেতা ও তাঁর টিমের বিরুদ্ধে। এই ঘটনায় অল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল, ১ রাত জেলেও কাটাতে হয়েছিল তাঁকে। তবে আপাতত মুক্ত অভিনেতা। এই ঘটনার পরে অল্লু অর্জুনের বাড়ির সামনে জনরোষও দেখা গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি থিতিয়েছে। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনা ফের মনে করিয়ে দিল অল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনা।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অল্লু অর্জুন। অনেকেই মনে করছেন, হায়দরাবাদের প্রিমিয়ারে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তার জন্য অল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। তাহলে চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনায় কেন গ্রেফতার করা হবে না বিরাট কোহলিকে? সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, 'অল্লু অর্জুনের মতো কোহলিকেও গ্রেফতার করা হোক। সবার জন্য একই নিয়ম লাগু হোক।' অনেকে লিখেছেন, 'অল্লু অর্জুনকে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আরসিবি-র খেলোয়াড়দের নয় কেন? অল্লু অর্জুনের জনপ্রিয়তাই কি ওঁর গ্রেফতারির কারণ?' অনেকে আবার লিখেছেন, 'এই ঘটনায় মোটেই বিরাট কোহলিকে দোষারোপ করা উচিত নয়। ও ওর ট্রফিটা উপভোগ করুক।'






















