Allu Arjun: 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত অল্লু অর্জুন, জমা পড়ল চার্জশিট
Pushpa 2 premier stampede: ২০২৪ সালের ৪ঠা ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান বছর ৩৫-র এক মহিলা।

হায়দরাবাদ: তাঁকে ঘিরে উত্তেজনা, উন্মাদনার কমতি কোনওদিনই ছিল না। তবে সেই বাড়তি উত্তেজনারই খেসারত দিতে হয় বছর ৩৫-র এক মহিলাকে। ২০২৪ সালের ৪ঠা ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অল্লু অর্জুন অভিনীত (Allu Arjun) 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান ওই মহিলা। এক বছরেরও অধিক সময় পরে সেই ঘটনায় চার্জশিট এবার পেশ করা হয়েছে।
নামাপল্লি আদালতে নবম অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে ওই ঘটনার চার্জশিট জমা দেওয়া হয়। সেই চার্জশিটে সিনেমার অভিনেতা অল্লু অর্জুনসহ আরও ২২ জনের নাম অভিযুক্ত হিসাবে রয়েছে। পুলিশের তদন্তে দাবি করা হয় এই ঘটনাটি অবহেলা এবং নিরাপত্তাব্যবস্থার প্রতি নজর না দেওয়ার ফলেই হয়েছে। অল্লু অর্জুন আসছেন জেনেও পরিমিত নিরাপত্তার ব্যবস্থা না করায় সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্ট এবং কর্ণধারের নামও চার্জশিটে অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।
এমন পরিস্থিতিতে দর্শকদের মধ্যে হুড়িহুড়িতে প্রাণ সংশয় হতে পারে জেনেও, সেখানকার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই সিনেমা থিয়েটারে পৌঁছে যাওয়ার অভিযোগেই অল্লু অর্জুনের নাম চার্জশিটে দায়ের করা হয়েছে। চার্জশিটে ২৩ জন অভিযুক্তের মধ্যে অল্লু অর্জুনের আপ্ত সহায়ক, তাঁর স্টাফ এবং আটজন বাউন্সার যাদের কর্মকাণ্ডের জেরে এই গোলমালটি আরও বাড়ে বলে অভিযোগ, তাঁদের নামও রয়েছে। তদন্তকারীরা দাবি করেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং উপস্থিত জনতার উদ্দেশে করা কিছু ঈশারায় এই গোলমাল আরও বাড়ে।
ঠিক কী হয়েছিল ২০২৪ সালের ৪ঠা ডিসেম্বর? এদিন হায়দরাবাদে 'পুষ্পা ২' ছবির একটি প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। আর ছবিটি মাত্র ১টাদিন আগে দেখার জন্য, সেখানে লোক ভেঙে পড়েছিল। এই পর্যন্ত পরিস্থিতি হাতের মধ্যেই ছিল পুলিশের। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তখনই, যখন সেই অনুষ্ঠানে হঠাৎ এসে উপস্থিত হল অল্লু অর্জুন (Allu Arjun)। নায়ককে একবার কাছ থেকে দেখার জন্য, তাঁকে ছোঁয়ার জন্য ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর এই পরিস্থিতিতেও পদপিষ্ট হয়ে যান ৩৯ বছরের এক মহিলা। গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের ছেলেও। তাকে বাঁচানো সম্ভব হলেও, বাঁচানো যায়নি ওই মহিলাকে।
ভারতীয় ন্যায় সংহিতার ৩০৪-এ ধারার পাশাপাশি আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে। পুষ্পা ২-র অভিনেতা অল্লু অর্জুনকে এই ঘটনায় ২০২৪ সালে সাময়িক সময়ের জন্য গ্রেফতারও করা হয়েছিল। তিনি এই তদন্তে সহযোগিতা করছেন বলেই জানা যাচ্ছে।






















