এক্সপ্লোর
সম্পর্ক টিকিয়ে রাখতে চান, সবসময় মেয়েদের কথা শুনে চলুন, তাঁরা সঠিক কথাই বলেন
নয়াদিল্লি: বর্তমান যুগে সম্পর্কে যখন ভাঙন হামেশাই ঘটছে, তখন সম্পর্ক সুস্থ, সুন্দরভাবে টিকিয়ে রাখার গোপন চাবিকাঠির কথা ফাঁস করলেন শাহিদ কপূর । তাঁর দাবি, যেকোনও সম্পর্কে মহিলারা যেটা বলেন সেটা অবশ্যই শুনে চলুন। কারণ, তাঁরা সবসময় সঠিক কথাই বলেন। একটি জনপ্রিয় ম্যাগাজিনকে সাক্ষাতকার দেওয়ার সময় এই কথা বলেন ৩৬ বছরের অভিনেতা।
এইমুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবির প্রচারে। সেই জন্যে নিজের ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে পারছেন না বলে মনে মনে দুঃখও পাচ্ছেন, জানিয়েছেন শাহিদ। প্রসঙ্গত, অভিনেতা এখন নিজেকে প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে তিনি একটা কাজ অবশ্যই দায়িত্বের সঙ্গে পালন করতে চান, তাঁর জীবনে যাঁরা গুরুত্বপূর্ণ তাঁদের পর্যাপ্ত সময় দিতে চান। ওই সাক্ষাত্কারেই তিনি বলেন, প্রত্যেকেই আমরা জীবনে এমন বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি, যা বাস্তবে খতিয়ে দেখলে তেমন কোনও গুরুত্বই নেই। কিন্তু আমরা সময়মতো সেটা বুঝতে পারি না। প্রসঙ্গত, বর্তমানে বেশির ভাগ সম্পর্কই ভেঙে যায় অনেক সময়ই পার্টনাররা একে অপরকে ঠিকভাবে সময় দেন না বলে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement