Salman Khan: বিতর্কে, সমালোচনায় জর্জরিত সলমন, অভিনেতার পাশে দাঁড়ালেন এই বলি অভিনেত্রী!
Sikandar News Update: সলমন কেন তাঁর থেকে অনেক ছোট অভিনেত্রীর সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল

কলকাতা: অভিনেতা সলমন খান ( Rashmika Mandhana) এবং রশ্মিকা মন্দানা(Rashmika Mandhana) অভিনীত সিকন্দর (Sikandar) মুক্তি পেয়েছে সদ্যই। দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। তবে পাশাপাশি সমালোচনা শুরু হয়েছে সলমন খান ও রশ্মিকার বয়সের পার্থক্য নিয়েও। অনেকেই মনে করছেন, বয়সের পার্থক্যের কারণেই দর্শকদের মনে ধরেনি সলমন আর রশ্মিকার রসায়ন। ছবি দেখার সময় ও কাজ করছিল সলমন রশ্মিকার ৩১ বছরের বয়সের পার্থক্য। সেই কারণেই এই ছবি খুব একটা আশানুরূপ ফল করতে পারেনি। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন আমিশা পটেল (Ameesha Patel)।
সম্প্রতি পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে গিয়ে আমিশাকে প্রশ্ন করা হয় 'সিকন্দর' নিয়ে। তিনি সলমনকে যথেষ্ট প্রশংসা করেন এবং বলেন, সলমন তাঁর অন্যতম প্রিয় একজন অভিনেতা। অন্যদিকে এই সিনেমা নিয়ে ওঠা যাবতীয় বিতর্কেও কান দিতে নারাজ আমিশা। তিনি বলেন, 'মানুষ তো কিছু কথা বলবেই। সেটাই তো তাঁদের কাজ। এ সমস্তই বোকা বোকা কথা।' এখানেই শেষ নয়, 'সিকন্দর'-কে খুব ভাল ছবি বলে উল্লেখ করেন আমিশা। তাঁর মতে, এই ছবিতে যেমন অ্যাকশন আছে, তেমনই ভালবাসা রয়েছে, তেমনই রয়েছে ভাল গান। আমিশা আরও বলেছেন, তাঁর ও সানি দেওলের জুটি বাঁধা নিয়েও অনেক কথা হয়েছিল। তারপরেও তাঁরা 'গদর' ও 'গদর ২' ছবিতে অভিনয় করেছেন। তাঁদের ছবি ব্যবসাও দিয়েছে।
সলমন কেন তাঁর থেকে অনেক ছোট অভিনেত্রীর সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। তবে সেই সমস্ত বিতর্ক সলমন সামলেছেন নিজের মতো করেই। যথাযথ উত্তরও দিয়েছেন। এই ছবির প্রচার আগেই কাটছাঁট করেছিলেন সলমন। ফলে তিনি খুব কম সাক্ষাৎকারই দিয়েছেন। আর সদ্য, ছবি মুক্তির ঠিক আগে ANI -কে দেওয়া সাক্ষাৎকারে সলমন হাত জোড় করে বলেন, 'আমার কোনও বিতর্ক চাই না। আমি অনেক রকম বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছি। আমার আর বিতর্ক চাই না। আমার মনে হয় না বিতর্ক দিয়ে কোনও ছবি সাফল্য পায়।'
সলমন আরও বলেন, 'আমি এও দেখেছি, বিতর্কের কারণে শুক্রবার ছবির মুক্তির পাওয়ার কথা, সেটা গিয়ে পরের মঙ্গলবার মুক্তি পেয়েছে। আমরা সেটা চাই না। প্রথম ৩-৪ দিন পেরিয়ে যেতে দিন। ছবিটা মুক্তি পাক। এমনকি ছবি মুক্তির পরেও আমি কোনও বিতর্ক চাই না।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
