(Source: ECI/ABP News/ABP Majha)
Amir Khan: হিমাচলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ২৫ লক্ষ টাকা দান আমিরের
Amir Khan News: এই প্রথম নয়, আমির খান একাধিকবার সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে তিনি অর্থ দিয়ে সাহায্য করেছেন বিভিন্ন কঠিন পরিস্থিতিতে
কলকাতা: চলতি বর্ষায় তছনছ হয়ে গিয়েছে ছবির মতো সুন্দর হিমাচল প্রদেশ। পাহাড়ের কোলে সাজানো সুন্দর সব শহর কার্যত জৌলুস হারিয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের একাধিক এলাকা। সরকার থেকে হিমাচলের ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সরকার থেকে তৈরি করা হয়েছে ‘অপড়া রহত কোষ’। আর সেই তহবিলেই ২৫ লক্ষ টাকা দান করেছেন বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan)।
এই প্রথম নয়, আমির খান একাধিকবার সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে তিনি অর্থ দিয়ে সাহায্য করেছেন বিভিন্ন কঠিন পরিস্থিতিতে। বলিউডের মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাসও তাই বলে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ ও পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কার্যত নজির গড়েছিলেন সোনু সুদ (Sonu Sood)। শুধুমাত্র আর্থিকভাবেই না, করোনা আতঙ্কককে তোয়াক্কা না করেই একেবারে রাস্তায় নেমে কাজ করেছিলেন এই বলিউড তারকা। বহু পরিযায়ী শ্রমিকদের দেশে ফিরিয়েছেন তিনি। একাধিকবার প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমারও (Akshay Kumar)।
আমির খানের এই সাহায্যে তাঁকে অনেক ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। তিনি জানিয়েছেন, এই অর্থ গৃহহারাদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। দেওয়া হবে ত্রাণও। যদিও সোশ্যাল মিডিয়ায় এই সাহায্যের খবর প্রচার করেননি আমির। চিরকালই তিনি প্রচার বিমুখ। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন অভিনেতা।
আপাতত রুপোলি পর্দা থেকে সাময়িকভাবে দূরত্ব বজায় রেখে চলছেন আমির। তাঁর শেষ ছবি লাল সিং চড্ডা (Laal Singh Chaddha) মুক্তি পেয়েছিল ২০২২ সালে। বক্সঅফিসে ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি। আমিরের এর আগের বেশ কয়েকটি ছবির ব্যবসাও উল্লেখযোগ্য ছিল না। তাই হাতে একাধিক ছবির কাজ থাকলেও আপাতত মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত না হলে ছবির কাজে হাত দেবেন না বলেই জানিয়েছেন আমির।
সম্প্রতি অভিনেতাকে উজ্জ্বল নিকুম্ভের বায়োপিকে দেখা যাবে বলে জানা গিয়েছে। সেই ছবি মুক্তি পাবে আগামী বছর। সেই ছবি নিয়ে এর চেয়ে বেশি মুখ খুলতে চাননি আমির। পর পর ছবির ব্যর্থতা নিয়ে একটু হতাশ তিনি। তবে অনুরাগীদের আশা, শাহরুখ খানের (Shah Rukh Khan) মতো কামব্যাক করবেন আমিরও।