এক্সপ্লোর
বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’র দ্বিতীয় পোস্টার মুক্তি পাচ্ছে অমিত শাহর হাত ধরে

নয়াদিল্লি: ভোটের সরগরম পরিবেশেই মুক্তি পাবে বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ছবির দ্বিতীয় পোস্টারটি উদবোধন করবেন, বলে খবর। এই ছবির প্রথম পোস্টার সবার সামনে এসেছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের হাত ধরে। ২৩টি ভাষায় মুক্তি পায় ছবিটির প্রথম পোস্টার। নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এই ছবিতে অমিত শাহর চরিত্রে আছেন মনোজ যোশি। গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকে ২০১৪য় লোকসভা ভোটে মোদির জয়, এই সময়টাই ছবিতে তুলে ধরতে চেয়েছেন ছবির পরিচালক। বিবেক ওবেরয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে, অভিনেতা দর্শন কুমার, বোমান ইরানি, জারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্তকে।১২এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















