Salman Khan: রেকর্ড ভেঙে গেল সলমন খানের! 'ভাইজান'-কে পিছনে ফেলে দিলেন কোন অভিনেতা?
Highest Pain Actor in TV: একটি রিপোর্ট অনুযায়ী, এই জায়গায় দাঁড়িয়ে, বর্তমানে ছোটপর্দার সবচেয়ে 'দামি' শো কেবিসি বা কৌন বনেগা ক্রোড়পতি

কলকাতা: এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল সলমন খানের (Salman Khan) ঝুলিতে। ছোটপর্দার সবচেয়ে দামি হোস্ট ছিলেন তিনি। অর্থাৎ, ছোটপর্দার শো-কে সঞ্চালনা করার জন্য, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টাকা নিয়েছেন সলমন খান। 'বিগ বস' নামের শোটি সঞ্চালনা করেন সলমন। আর এতদিন পর্যন্ত, এই শো পরিচালনা করার জন্য় তিনি যে টাকা পেতেন, তা ছোটপর্দার সর্বোচ্চ পারিশ্রমিক। ছোটপর্দায় কোনও অভিনেতা অভিনেত্রী এত বেশি পারিশ্রমিক এর আগে পাননি। তবে এবার সেই রেকর্ড হাতছাড়া হল সলমন খানের। তাঁর থেকে সবচেয়ে বেশি পারিশ্রমিকের মুকুট কেড়ে নিলেন আরেক তারকা। কে তিনি?
'কেবিসি ১৭' হয়ে গেল সবচেয়ে দামি শো!
একটি রিপোর্ট অনুযায়ী, এই জায়গায় দাঁড়িয়ে, বর্তমানে ছোটপর্দার সবচেয়ে 'দামি' শো কেবিসি বা কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)। পায়ে পায়ে এই শো পার করে ফেলেছে ১৬ টি সিজন। এবার ১৭ নম্বর সিজন আসার অপেক্ষায়। ১৭ নম্বর সিজনেও আগের মতো, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-কেই দেখা যাবে এই শো হোস্ট করতে। আর এই শো-এ এবার অমিতাভ পারিশ্রমিক পাচ্ছেন সলমনের থেকেও বেশি! একটি রিপোর্ট অনুযায়ী, জানা যাচ্ছে অমিতাভ কেবিসি-র প্রতিটি শো-এর জন্য ৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন। সপ্তাহে ৫ দিন এই শোটি সম্প্রচারিত হবে। অর্থাৎ প্রতিদিন অমিতাভ পাচ্ছেন ৫ কোটি টাকা। অর্থাৎ তাঁর সাপ্তাহিক আয় হবে ১৫ কোটি টাকা। এর আগে ছোটপর্দার জন্য এত পারিশ্রমিক কেউ পাননি।
সলমনকে টেক্কা দিলেন অমিতাভ বচ্চন
সলমন খানকে পিছনে ফেলে অমিতাভ হয়েছেন সবচেয়ে বেশি আয় করা টিভি শো-এর হোস্ট। বিগ বস ওটিটি ২-এর সময় সলমন খানকে প্রতি 'উইকেন্ড কা ওয়ার'-এর জন্য ১২ কোটি টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ তার এক সপ্তাহের পারিশ্রমিক ছিল প্রায় ২৪ কোটি টাকা। তবে, উল্লেখযোগ্য বিষয় হল, সলমন বিগ বসের জন্য সপ্তাহে মাত্র দু'দিন শুটিং করেন। সেই তুলনায় অমিতাভকে অনেক বেশি শ্যুটিং করতে হয়। সপ্তাহে ৫ দিন অমিতাভকে শ্যুটিং করতে হয়। কৌন বনেগা ক্রোড়পতি-র ১৭তম সিজন ১১ই আগস্ট থেকে প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় সোনি টিভিতে সম্প্রচারিত হবে।
View this post on Instagram






















