Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের গাড়িতে লাবুবু! 'ওটাকে সরান, দুর্ভাগ্যের প্রতীক', সতর্ক করলেন নেটিজেনরা
Amitabh Bachchan News: সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন অমিতাভ বচ্চন। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির সামনের কাচের সামনে ধুলছে একটি লাবুবু পুতুল।

কলকাতা: লাবুবু পুতুল এখন সোশ্যাল ভীষণ ট্রেন্ডিং। সোশ্যাল মিডিয়ায় নায়িকাদের ব্যাগ থেকে শুরু করে ঘরের কোণে জায়গা করে নিয়েছে এই লাবুবু পুতুল। তবে ট্রেন্ডিং এই পুতুল নিয়ে বেশ দ্বিমত রয়েছে। অনেকেই মনে করছেন, এই পুতুল নাকি খারাপ ভাগ্য বয়ে আনে। শুধু সাধারণ মানুষ নয়, অনেক তারকারাও এই বিষয়ে একাধিকবার মুখ খুলেছেন। সম্প্রতি ভারতী সিংহ জানিয়েছিলেন, তিনি শখ করে একটি লাবুবু পুতুল কিনেছিলেন। কিন্তু সেই পুতুল কেনার পর থেকেই নাকি অদ্ভুত আচরণ করছিল তাঁর ছেলে, গোলা। সেই কারণে তিনি লাবুবু পুতুলটি পুড়িয়ে ফেলেন। আর এবার, সেই পুতুল গাড়ির সামনে ঝুলিয়ে ট্রেন্ডে গা ভাসালেন, খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন অমিতাভ বচ্চন। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির সামনের কাচের সামনে ধুলছে একটি লাবুবু পুতুল। হ্যাশট্যাগে দেওয়া রয়েছে, লাবুবু। সঙ্গে লেখা, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আপনাদের সামনে আনলাম, লাবুবু। আমার গাড়িতে।' সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই পোস্ট দেখে অবাক হয়েছেন। অনেকে বলেছেন, অমিতাভ লাবুবু ব্যবহার করায় অবাক অনেকেই। অনেকে আবার সতর্ক করেছেন যে, লাবুবু ব্য়বহার করা একেবারেই উচিত নয়। কারণ এই লাবুবু নাকি খারাপ ভাগ্য বয়ে আনছে। লাবুুবু নাকি যাঁরা ব্যবহার করছেন, তাঁরাই নাকি বিপদে পড়ছেন। সেই কারণেই অনেকে অমিতাভকে নিষেধ করেছেন, এই পুতুল বাড়িতে বা গাড়িতে না রাখতে। দুর্ভাগ্যের কারণ হতে পারে এই পুতুল।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অমিতাভ বচ্চনের একটি ক্লিপিংস। তবে সেই ক্লিপ ভাইরাল হওয়ার কারণ অমিতাভ বচ্চন নন। 'কোন বনেগা ক্রোড়পতি' -তে এসেছিল বছর ১০-এর একটি ছেলে। গুজরাতের গান্ধীনগরের এই বছর দশেকের ছেলেটির নাম ইশিত ভট্ট। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছে ইশিত, কারণ তার ব্যবহার। অমিতাভ বচ্চনের সঙ্গে ভীষণ উদ্ধতভাবে কথা বলতে শোনা গিয়েছে তাকে। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। অনেকেই বলেছেন, শিশুটি আদৌ জানেই না যে অমিতাভ বচ্চন কে, সেই কারণেই এই ধরণের ব্যবহার করার সাহস পেয়েছে। অনেকে আবার দোষ দিয়েছেন তার বাবা মা-কেও।
T 5531(i) - #Labubu .. #LabubuArt #LabubuToy #LabubuWorld #LabubuCollector #LabubuAddict #LabubuVibes #LabubuLove pic.twitter.com/mrz59XAnS3
— Amitabh Bachchan (@SrBachchan) October 14, 2025























