এক্সপ্লোর
শাহরুখ-সলমন নন, বলিউডের এই তারকা সবচেয়ে বেশি সময় কাটান ফেসবুকে, কে তিনি বলুনতো ?

মুম্বই: বলিউডের কোন তারকা সবচেয়ে বেশি সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে কাটান? সেই নিয়ে সদ্য এক সমীক্ষা করা হয়। সেই সমীক্ষাতেই দেখা যায়, অমিতাভ বচ্চন হচ্ছেন সেই বলিউড তারকা যিনি সবচেয়ে বেশি সময় ফেসবুকে কাটান। সেইজন্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর ভক্ত সংখ্যাও ৩০ মিলিয়ন। সমীক্ষা থেকেই জানা গিয়েছে, তাঁর থেকে সামান্য পিছনে রয়েছেন সলমন খান-শাহরুখ খান। তাই বিগ বি ১০০ পয়েন্ট পেয়েছেন, খান ভাইদের সংগ্রহে ৬৮ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছেন পদ্মাবত খ্যাত রণবীর সিংহ এবং পঞ্চম স্থানে ৪৯ পয়েন্ট পেয়ে রয়েছেন অক্ষয় কুমার। এদিকে মাস খানেক আগেই টুইটারে তাঁর ভক্ত সংখ্যা কমে যাওয়ায়, ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি ছেড়ে দেবেন বলে হুঁশিয়ারি দেন সিনিয়র বচ্চন। তিনিই আবার ফেসবুকে তাঁর এই জয়ের কথা টুইটারে রিটুইট করেছেন। তারপর তিনি টুইটার কর্তৃপক্ষের কাছে আর্জি রাখেন, তাঁরা যেন এবার একটু অন্যভাবে ভাবেন তাঁর সম্পর্কে। অভিনেতার টুইটারে ৩৪.৪ মিলিয়ন ভক্ত রয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















