হরিবংশের ‘মধুশালা’ পাঠ পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, আপ্লুত অমিতাভের চোখে জল
নানাবতী হাসপাাতালের বিছানায় শুয়ে শুয়েই ট্যুইটারে ওই ভিডিও পোস্ট করেন কোভিড-১৯ আক্রান্ত অমিতাভ....
ওয়ারশ: পোল্যান্ডের রোকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাঠ করলেন কবি হরিবংশ রাই বচ্চনের ‘মধুশালা’ কবিতাটি। আর তা শুনে নানাবতী হাসপাতালে আবেগে চোখে জল এসে গেল পুত্র অমিতাভ বচ্চনের।
প্রসঙ্গত দিনকয়েক আগে কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় বিগ বি-কে। ক্রমে তাঁর পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই, নাতনি আরাধ্যার রিপোর্টও পজিটিভ আসে। চিকিৎসা চলছে সকলেরই।
পারিবারিক এমন এক কঠিন সময়ে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে তাঁর প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তাতে আপ্লুত অমিতাভ। তিনি নিজেই ওই ছাত্রদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
T 3601 - I am moved to tears ! Wroclaw, Poland was awarded UNESCO City of Literature, today they organised a recitation of Babuji’s Madhushala by University students on the roof of the University building. They pass the message Wroclaw is a City of Dr Harivansh Rai Bachchan. pic.twitter.com/Rvl4q7Liof
— Amitabh Bachchan (@SrBachchan) July 21, 2020
ফ্যানদের জন্য নিজের পছন্দের সবকিছু শেয়ার করার বিষয়টি অবশ্য নতুন নয়। হাসপাতালে থাকা অবস্থায় সেই অভ্যাসের কোনও ব্যতিক্রম ঘটেনি। হরিবংশ রাই বচ্চনের প্রতি পোল্যান্ডের এই ভালোবাসা অনেক দিনের।
গত ডিসেম্বরে পোল্যান্ড গিয়েছিলেন অমিতাভ। রোকল সেন্টারে তাঁর পিতার মূর্তি উন্মোচিত হয়। আর এবার কবিতা পাঠের ভিডিওটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, আমার চোখে জল এসে গিয়েছে। ইউনেস্কো সিটি অফ লিটরেচার সম্মানে ভূষিত পোল্যান্ডের রোকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাদে জড়ো হয়ে বাবুজি-র ‘মধুশালা’ কবিতাটি পাঠ করেন।