Amitabh Bachchan: কার থেকে 'খাইকে পান বানারসওয়ালা' গানের ডান্স স্টেপ শিখেছেন অমিতাভ বচ্চন?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর অভিনীত 'ডন' ছবির 'খাইকে পান বানারসওয়ালা' গানটি হচ্ছে।
মুম্বই: সাতের দশকে মুক্তি পায় সুপারহিট বলিউড ছবি 'ডন' (Don)। ছবির গল্পের মতো প্রত্যেকটি গান ছিল সুপাহিট। যা আজও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এমনকি পরবর্তীকালে তার মধ্যে বেশ কিছু গান রিমেকও করা হয়। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জানালেন যে, 'ডন' ছবির 'খাইকে পান বানারসওয়ালা' গানটির ডান্স স্টেপ তিনি কার থেকে শিখেছেন।
'খাইকে পান বানারসওয়ালা' গানের ডান্স স্টেপ প্রসঙ্গে অমিতাভ বচ্চন-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর অভিনীত 'ডন' ছবির 'খাইকে পান বানারসওয়ালা' গানটি হচ্ছে। তবে, ব্যাকগ্রাউন্ডে বাজছে অন্য গান। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত 'দশভি' (Dasvi) ছবির 'মাচা রে' গানটি। ভিডিও পোস্ট করে অমিতাভ বচ্চন লিখেছেন, 'এর মধ্যে বেশ কিছু স্টেপ অভিষেকের থেকে নকল করা। ছোটবেলায় ও এভাবেই নাচত। ওর থেকেই এই গানের বেশ কিছু ডান্স স্টেপের প্রেরণা পাওয়া।'
আরও পড়ুন - Zareen Khan: হাসপাতালে ভর্তি জারিন খানের মা, ভাইরাল উদ্বিগ্ন অভিনেত্রীর পোস্ট
প্রসঙ্গত, দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি পোস্ট ঝড় তোলে। সেখানে দেখা গেল তিনি অ্যাকশন তারকা টইগার শ্রফের নকল করছেন। সাদা জ্যাকেট ও কালো ট্র্যাক প্যান্ট পরে, মাথায় ব্যান্ডানা বেঁধে তিনি স্টান্টে ব্যস্ত। অনুরাগীদের দেখালেন তাঁর স্টান্ট স্কিল। স্বভাবসিদ্ধ মজার ছলে ক্যাপশনে লিখেছেন, 'টাইগার শ্রফকে তাঁর 'ফ্লেক্সিবল কিক' দেওয়ার ক্ষমতার জন্য এত 'লাইক' পেতে দেখে, আমিও ভাবলাম একটু চেষ্টা করব, এমনকী যদি ওঁর সামান্য শতাংশ 'লাইক'ও পাওয়া যায়।' খোদ বিগ বি-র থেকে প্রশংসা পাওয়া কি আর ছোট ব্যাপার! স্বাভাবিক ভাবেই এমন পোস্ট দেখে উচ্ছ্বসিত টাইগার শ্রফ। ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। উত্তরে তিনি লেখেন, 'আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ তারকা এবং সর্বশ্রেষ্ঠ অ্যাকশন হিরো যখন আমার জন্য কিছু উদার কথা বলেন তখন সেটা তো বড়াই করে বলতেই হয়। তবে সত্যি বলছি স্যার যদি কয়েক বছর পরেও আমি আপনার মতো স্টান্ট করতে পারি, তাহলে সেটা আশীর্বাদ স্বরূপ হবে।'