Amitabh Bachchan: কেন জয়াকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অমিতাভ? এতদিনে সামনে এল সত্য
Amitabh Jaya Marriage: এক প্রতিযোগীর সঙ্গে কথা বলাকালীন অমিতাভ বচ্চন এতদিনের গোপন রহস্য ফাঁস করলেন। জানালেন, কোন বিশেষ কারণে জয়াকেই (Jaya Bachchan) স্ত্রী হিসেবে বেছে নেন তিনি।
মুম্বই: বলিউড তারকাদের বাস্তবের জুটিগুলির মধ্যে সবসময়ই সেরার তালিকায় থাকবে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাম। পর্দায় যেমন তাঁদের ম্যাজিক বরাবরই নজরকাড়া। তেমনই তাঁদের বাস্তব জীবনও ছবির থেকে কম কিছু নয়। একাধিক সময়ে জয়ার সঙ্গে বিয়ের নানা স্মৃতি অনুরাগী থেকে দর্শকদের সামনে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি বিগ বি জানালেন, কেন তিনি জয়াকে স্ত্রী হিসেবে বেছে নেন।
কোন বিশেষ কারণে জয়াকেই স্ত্রী হিসেবে বেছে নেন অমিতাভ?
ছোট পর্দার সঙ্গে বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বয়স যে তাঁর কাছে একটা সংখ্যা মাত্র তা বারবার প্রমাণ করে দেন। একাধিক ছবির কাজের সঙ্গে সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' সঞ্চালনা করছেন তিনি। তাঁকে ছাড়া 'কেবিসি' দেখার কথা ভাবতেই পারেন না দর্শকেরা। সেখানেই এক প্রতিযোগীর সঙ্গে কথা বলাকালীন অমিতাভ বচ্চন এতদিনের গোপন রহস্য ফাঁস করলেন। জানালেন, কোন বিশেষ কারণে জয়াকেই (Jaya Bachchan) স্ত্রী হিসেবে বেছে নেন তিনি।
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৪'র একটি প্রোমো শেয়ার করা হয়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, এক প্রতিযোগীর লম্বা চুলের প্রশংসা করেন বিগ বি। আর কথা বলতে বলতেই তিনি জানিয়ে দেন যে, জয়া বচ্চনের লম্বা চুলের জন্যই তিনি তাঁকে বিয়ে করেন। অমিতাভ বচ্চন বলেন, 'আমি আমার স্ত্রীকে এই জন্যই বিয়ে করেছিলাম, কারণ ওর চুল অনেক লম্বা ছিল।' বিগ বি-র এমন কথা শুনে সেখানে উপস্থিত দর্শকেরা হাততালিতে ভরিয়ে দেন।
আরও পড়ুন - Ranveer-Deepika Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে দীপিকাকে কী উপহার দিলেন রণবীর?
প্রসঙ্গত, কিছুদিন আগেই নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শোয়ের সাম্প্রতিক এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া বচ্চন। সেখানেই বর্তমান প্রজন্মের ভালোবাসা থেকে বিয়ে কিংবা সম্পর্ক প্রসঙ্গে নিজের মত প্রকাশ করলেন। জয়া বচ্চন পুরনো দিনের স্মৃতির পাতা উল্টে জানালেন, তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনের বিয়ে হওয়ার কথা ছিল অক্টোবরে। কিন্তু তাঁরা দ্রুত বিয়ে সেরে ফেলতে কিছুটা বাধ্য হন। কারণ, বিয়ের আগে তাঁদের একসঙ্গে বেড়াতে যাওয়ার অনুমতি দিচ্ছিল না পরিবার। নিজের প্রেমকাহিনীর স্মৃতিচারণা করে জয়া বচ্চন বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা অক্টোবরে বিয়ে করব। কারণ, বিয়ের পর জানতাম আমার কাজ করা কিছুটা কমে যাবে। কিন্তু ও (অমিতাভ বচ্চন) আমায় বলেছিল যে, 'আমি অবশ্যই চাইব না যে একজন স্ত্রী ৯টা- ৫টা কাজ করুক। তুমি কাজ করো। কিন্তু প্রতিদিন নয়। তুমি তোমার নিজের প্রোজেক্ট বেছে নাও। আর সঠিক ব্যক্তির সঙ্গে কাজ করো।' বিয়ের আগে আমাকে এই শর্ত দিয়েছিল।' অমিতাভ বচ্চন এবং জয়া বিয়ে করেন ১৯৭৩ সালের ৩ জুন। আগামী বছর অর্থাত, ২০২৩ সালে তাঁরা নিজেদের ৫০তম বিবাহবার্ষিকী উদযাপন করবেন।