এক্সপ্লোর
দেখুন: লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ছোটবেলার দুর্লভ ছবি শেয়ার করলেন অমিতাভ
বলিউডের কিংবদন্তী কণ্ঠশিল্পী দুই বোন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ছোটবেলার ছবি পোস্ট করলেন বলিউডের আইকন অমিতাভ বচ্চন। সাদা-কালো ওই ছবিতে লতা ও আশা দুজনেরই পরনে ছিল ফ্রক ও স্কার্ট ব্লাউজ।

মুম্বই: বলিউডের কিংবদন্তী কণ্ঠশিল্পী দুই বোন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ছোটবেলার ছবি পোস্ট করলেন বলিউডের আইকন অমিতাভ বচ্চন। সাদা-কালো ওই ছবিতে লতা ও আশা দুজনেরই পরনে ছিল ফ্রক ও স্কার্ট ব্লাউজ। এদিন সকালে লতা তাঁর আধ্যাত্মিক গুরু পণ্ডিত জম্মু মহারাজ ও কবি নরেন্দ্র শর্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট করেন। লতার এই ট্যুইটের প্রতিক্রিয়ায় বিগ বি দুই বোনের শৈশবের ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, এই ছবি লতাজি ও আশাজির শৈশবের। লতাজি তাঁর গুরুদের কীভাবে স্মরণ করেছেন, তা পড়লাম। এরপরই হঠাত্ করেই এই ছবি পেয়ে গেলাম। টেলিপ্যাথি!
এই ছবি সম্পর্কে বিগ বি-র এক অনুরাগী লিখেছেন, ওল্ড ইজ গোল্ড। অন্য একজনের মন্তব্য, আপনি আমাদের সকলের কাছে অনুপ্রেরণা।T 3438 - लता जी , और आशा जी के बचपन का चित्र ! आज लता जी के Tweet में पढ़ा कैसे उन्होंने अपने गरुओं को याद किया , और अचानक ये चित्र मुझे मिल गया ! telepathy !! pic.twitter.com/8YLcIPjHRR
— Amitabh Bachchan (@SrBachchan) February 11, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















