KGF Chapter 2 Hindi: 'বাহুবলী টু'কে পিছনে ফেলে ফের নতুন রেকর্ড গড়ল 'কেজিএফ চ্যাপ্টার টু'
ইতিমধ্যেই 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF Chapter 2) হিন্দি ভার্সন ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর এবার এই ছবির হিন্দি ভার্সন নতুন রেকর্ড গড়ল। পিছনে ফেলল 'বাহুবলী টু'কেও।
![KGF Chapter 2 Hindi: 'বাহুবলী টু'কে পিছনে ফেলে ফের নতুন রেকর্ড গড়ল 'কেজিএফ চ্যাপ্টার টু' KGF Chapter 2 Hindi: Yash's film is fastest movie in Hindi to cross ₹250 crore, beats Baahubali 2 KGF Chapter 2 Hindi: 'বাহুবলী টু'কে পিছনে ফেলে ফের নতুন রেকর্ড গড়ল 'কেজিএফ চ্যাপ্টার টু'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/21/1e639d6dd7bf3f5ef0d3c2f91a29bc6b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মাত্র সাতদিন হয়েছে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার যশের ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF Chapter 2)। আর সাতদিনেই একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল এই ছবি। হিন্দিসহ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। আর মুক্তি পেতেই বক্স অফিসে কার্যত সুনামি তৈরি করেছে। ইতিমধ্যেই 'কেজিএফ চ্যাপ্টার টু' হিন্দি ভার্সন (KGF Chapter 2 Hindi) ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর এবার এই ছবির হিন্দি ভার্সন নতুন রেকর্ড গড়ল। পিছনে ফেলল 'বাহুবলী টু'কেও।
সবথেকে কম দিনে ২৫০ কোটির ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় শীর্ষে 'কেজিএফ চ্যাপ্টার টু' হিন্দি ভার্সন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু' হিন্দি ভার্সনের সাত দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট ধরেই জানা যাচ্ছে, সবথেকে কম সময়ে ২৫০ কোটি টাকা ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। এতদিন পর্যন্ত শীর্ষের জায়গা ধরে রেখেছিল 'বাহুবলী টু'। ৮ দিনে প্রভাস অভিনীত 'বাহুবলী টু' ২৫০ কোটি টাকার ব্যবসা করে। কিন্তু এবার সেই জায়গা দখল করল যশের ছবি। কম সময়ে ২৫০ কোটি টাকার ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় সবার প্রথমে যে পাঁচটি ছবি রয়েছে, তা হল- ১) 'কেজিএফ চ্যাপ্টার টু'- ৭ দিনে। ২) 'বাহুবলী ২'- ৮ দিনে। ৩) 'দঙ্গল'- ১০ দিনে। ৪) 'সঞ্জু'- ১০ দিনে। ৫) 'টাইগার জিন্দা হ্যায়'- ১০ দিনে। নেট নাগরিকরা অবশ্য অপেক্ষা করে রয়েছেন শাহরুখ খানের 'পাঠান' এবং 'ডাঙ্কি' ছবির জন্য। তাঁদের মতে, কিং খানের এই দুই ছবি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেবে।<
>
আরও পড়ুন - Kajal Aggarwal Baby: সদ্যোজাত সন্তানের নাম প্রকাশ করলেন কাজল আগরওয়াল
প্রসঙ্গত, 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবিতে যশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত এবং রবীনা ট্যান্ডনকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)