Shah Rukh Khan: অম্বানিদের বিয়েতে থাকতেই হবে, বিদেশের ছুটি কাটছাঁট করে দেশে ফিরলেন শাহরুখ
Anant Ambani and Radhika Marchant Wedding: সদ্য বিদেশে সপরিবারে ছুটি কাটাতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এর আগে, অম্বানিদের প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে মঞ্চে তাক লাগিয়েছিলেন শাহরুখ খান।
মুম্বই: তাঁর বিয়ে বাড়িতে আসা নিয়ে জল্পনা ছিল। শোনা যাচ্ছিল, প্রিওয়েডিং-এ থাকলেও, অংশগ্রহণ করলেও বিবাহ বাসরে থাকতে পারবেন না তিনি। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে বিবাহ বাসরে হাজির রইলেন তিনি। একা নয়, সপরিবারে। শুক্রবার সন্ধেবেলা, সবুজ শেরওয়ানিতে যিনি বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে পা রাখতেই যিনি কেড়ে নিলেন সমস্ত আলো, তিনি আর কেউ নয়, শাহরুখ খান (Shah Rukh Khan)।
সদ্য বিদেশে সপরিবারে ছুটি কাটাতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এর আগে, অম্বানিদের প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে মঞ্চে তাক লাগিয়েছিলেন শাহরুখ খান। অনেকেই অপেক্ষা করেছিলেন তাঁকে বিয়ের দিন দেখার। কিন্তু শোনা যাচ্ছিল, বিদেশে থাকার কারণেই অম্বানিদের বিয়েতে থাকতে পারছেন না শাহরুখ। তবে প্রশ্ন চিহ্ন উঠেছিল তখনই যখন অম্বানিদের বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছিল আরিয়ান খান আর সুহানা খানকে। তাঁরাও বিদেশে ছিলেন ছুটি কাটাতে। অনেকে মনে করেছিলেন, অম্বানিদের পরিবারের বিয়ের কারণেই তাড়াতাড়ি ফিরে এসেছেন শাহরুখ-কন্যা ও পুত্র।
তবে একা যে শাহরুখ কন্যা ও পুত্র ফিরে আসেননি, তাঁর প্রমাণ মিলল কিছুক্ষণ পরেই। সব আলো এক মুহূর্তের জন্য কেড়ে নিয়ে অম্বানিদের বিয়ের আসরে হাজির হলেন শাহরুখ খান। পরণে সবুজ শেরওয়ানি, গলায় মানানলই হার। পাশে স্ত্রী গৌরী, সোনালি পোশাকে। তাঁদের দেখেই ঝলকে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। সম্ভবত অম্বানিদের বিয়েতে যোগ দেবেন বলেই বিদেশের ছুটি কাটানো সেরে তড়িঘড়ি ফিরে এসেছেন শাহরুখ খান, গৌরী এবং পুত্র-কন্যা।
আজই সাত পাকে বাঁধা পড়ছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে বসেছিল বিয়ের আসর। রাজকীয় সেই বিয়ের আসরে হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় সব অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক, ক্রীড়াজগতের ব্যক্তিরা। সব মিলিয়ে জমজমাট অনন্ত-ারাধিকার বিয়ের আসর।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।