Anant Ambani Radhika Merchant Marriage Live Updates: মালাবদল থেকে সাতপাক.. নতুন জীবন শুরু করলেন অনন্ত-রাধিকা
Ambani Marriage live updates: শুধু আজ নয়, গত কয়েকদিন ধরেই একের পর এক পুজো, বিভিন্ন নীতি-নিয়মের আয়োদন করা হয়েছে অ্যান্টিলিয়ায়। অবশেষে আজই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের।

Background
মুম্বই: সকাল থেকেই বাড়িতে অতিথি সমাগম.. সেজে উঠেছে বাড়ি! শুধু বাড়ি বললে, বা বিয়েবাড়ি বললে তো কম বলা হয়। ভারতের অন্যতম বিলাসবহুল বিবাহ-বাসর বসবে আজই। অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Marchant) বিয়ের আসর বসবে আজই। ইতিমধ্যেই, বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন 'দুলহে রাজা' অনন্ত। তবে শুধু আজকের দিন নয়, গত কয়েকদিন ধরেই একের পর এক পুজো, বিভিন্ন নীতি-নিয়মের আয়োজন করা হয়েছে অ্যান্টিলিয়ায়। অবশেষে আজই সাত পাকে বাঁধা পড়ার কথা অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের।
সারা ভারত থেকে হেভিওয়েটরা এখন বাণিজ্যনগরী মুখী। বিনোদন দুনিয়া তো বটেই সারা দেশের রাজনীতির মুখরাও অনেকেই মুম্বইয়ের বিমান ধরছেন আজ। কেউ কেউ পৌঁছে গিয়েছেন আগেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন মুম্বইতে। তিনিও আমন্ত্রিত অনন্ত রাধিকার সাতপাকে বাঁধা পড়ার অনুষ্ঠানে। পাত্র রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত । পাত্রী ফার্মা-টাইকুন বীরেন এবং শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। দীর্ঘ দিনের সখ্যতা থেকে সাত-জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি। বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে । বিয়ে হচ্ছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে।
বিলাসবহুল এই বিবাহের প্রত্যেক মুহূর্তের খবর পেতে নজর রাখুন অনন্ত-রাধিকার বিয়ের লাইভ ব্লগে।
Anant Ambani-Radhika Marchant Wedding: অনুষ্ঠানে এলেও বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন না ঐশ্বর্য্য-আরাধ্যা
অম্বানিদের বিয়েতে একসঙ্গে এলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা, নব্যা ও অভিষেক। তাঁদের সঙ্গে একফ্রেমে দেখা গেল না ঐশ্বর্য্য রাই বচ্চনকে। মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই এসেছিলেন ঐশ্বর্য্য। বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল না তাঁদের। এতে যেন নতুন করে ফের একবার উস্কে দিল অভিষেক ঐশ্বর্য্যের বিচ্ছেদের জল্পনা।
Anant-Radhika Wedding: মালাবদল-সাতপাক সারা.. অম্বানি পরিবারের বধূ হলেন রাধিকা
মালাবদল থেকে শুরু করে সাত পাক... ঈশ্বরের নামে ধ্বনি তুলেই শেষ হল অনন্ত রাধিকার বিয়ের নিয়মনীতি। নতুন জীবন শুরু করলেন মুকেশ ও নীতা অম্বানির পুত্র। অম্বানি পরিবারের বধূ হলেন রাধিকা।






















