Anant Ambani Radhika Merchant Marriage Live Updates: মালাবদল থেকে সাতপাক.. নতুন জীবন শুরু করলেন অনন্ত-রাধিকা
Ambani Marriage live updates: শুধু আজ নয়, গত কয়েকদিন ধরেই একের পর এক পুজো, বিভিন্ন নীতি-নিয়মের আয়োদন করা হয়েছে অ্যান্টিলিয়ায়। অবশেষে আজই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের।
LIVE

Background
Anant Ambani-Radhika Marchant Wedding: অনুষ্ঠানে এলেও বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন না ঐশ্বর্য্য-আরাধ্যা
অম্বানিদের বিয়েতে একসঙ্গে এলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা, নব্যা ও অভিষেক। তাঁদের সঙ্গে একফ্রেমে দেখা গেল না ঐশ্বর্য্য রাই বচ্চনকে। মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই এসেছিলেন ঐশ্বর্য্য। বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল না তাঁদের। এতে যেন নতুন করে ফের একবার উস্কে দিল অভিষেক ঐশ্বর্য্যের বিচ্ছেদের জল্পনা।
Anant-Radhika Wedding: মালাবদল-সাতপাক সারা.. অম্বানি পরিবারের বধূ হলেন রাধিকা
মালাবদল থেকে শুরু করে সাত পাক... ঈশ্বরের নামে ধ্বনি তুলেই শেষ হল অনন্ত রাধিকার বিয়ের নিয়মনীতি। নতুন জীবন শুরু করলেন মুকেশ ও নীতা অম্বানির পুত্র। অম্বানি পরিবারের বধূ হলেন রাধিকা।
Anant Ambani-Radhika Marchant Wedding: গোলাপি আভায় অপরূপা রাধিকা, প্রকাশ্যে বিবাহবেশের প্রথম ছবি
গোলাপি আভায় অপরূপ লেহঙ্গা, কোটি কোটি টাকার গয়না। প্রকাশ্যে রাধিকা মার্চেন্টের বিবাহবেশ। এর আগে প্রকাশ্যে এসেছিল রাধিকার বিয়ের মেহেন্দির ছবি। আর এবার, রাধিকার ছবি প্রকাশ্যে আসতেই কার্যত যেন চোখে ধাঁধা লেগে গেন নেটদুনিয়ার।
View this post on Instagram
Anant-Radhika Wedding: ভাইরাল নববধূ রাধিকার বিয়ের মেহেন্দির ছবি
হাতের মেহেন্দিতে আঁকা রাধা-কৃষ্ণের ছবি, ভাইরাল নববধূ রাধিকা মার্চেন্টের বিয়ের মেহেন্দির ছবি। সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত অম্বানির সঙ্গে।
Anant Ambani-Radhika Marchant Wedding: জল্পনার অবসান ঘটিয়ে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হলেন শাহরুখ খান
জল্পনার অবসান ঘটিয়ে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে স্ত্রী গৌরী। কয়েকদিন আগেই বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। আর সেই কারণেই শোনা যাচ্ছিল শাহরুখ থাকতে পারবেন না অম্বানিদের বিয়েতে। তবে সেই জল্পনা উড়িয়ে সপরিবারে অম্বানিদের বিয়েতে হাজির থাকলেন শাহরুখ খান। এলেন স্ত্রী গৌরি, সুহানা খান, আরিয়ান খানও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
