Anant-Radhika Reception: অনন্ত-রাধিকার রিসেপশনে বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্র, সোনালী পোশাকে কাড়লেন নজর
Rukmini Maitra: আজ অনন্ত-রাধিকার রিসেপশন পার্টি। তারকা সমাগম হয় এদিন। 'মঙ্গল উৎসব'-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
![Anant-Radhika Reception: অনন্ত-রাধিকার রিসেপশনে বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্র, সোনালী পোশাকে কাড়লেন নজর Anant Ambani Radhika Merchant Reception Bengali Actress Rukmini Maitra Attends with grace entertainment news Anant-Radhika Reception: অনন্ত-রাধিকার রিসেপশনে বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্র, সোনালী পোশাকে কাড়লেন নজর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/15/48624c359b6361f32f7838667e3427ee1720982929624229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আরব সাগরের তীরে চাঁদের হাট। ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা আম্বানির (Radhika Merchant) বিয়ে হয়েছে ১২ জুলাই। দীর্ঘ উদযাপনের আজ শেষ দিন। তারকা সমাগম হল আজ তাঁদের রিসেপশন পার্টিতে। ১৪ জুলাইও একাধিক তারকাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল। বাংলা থেকেও একাধিক অভিনেতা অভিনেত্রী পৌঁছন। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও (Rukmini Maitra)।
অনন্ত-রাধিকার রিসেপশনে রুক্মিণী মৈত্র
উজ্জ্বল সোনালী শাড়িতে এদিন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড রিসেপশনে দেখা গেল রুক্মিণী মৈত্রকে। তাঁর আঁচলের অংশটা পাতা নকশা করে তৈরি। চুলে টেনে খোঁপা, মানানসই গয়না ও মেকআপে নজর কাড়লেন 'বুমেরাং' অভিনেত্রী।
#WATCH | Guests including Arjun Kapoor and Vijay Varma arrive at Jio World Convention Centre in Mumbai to attend Anant Ambani-Radhika Merchant's wedding reception. pic.twitter.com/WMosDXQL9r
— ANI (@ANI) July 14, 2024
মূলত বাংলা ছবিতে একের পর এক শক্তিশালী চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী। তবে হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে 'সনক' ছবিতে নায়িকার চরিত্রে কাজ করেছেন রুক্মিণী। এছাড়া বিদ্যুৎ জামওয়ালের শেষ ছবি 'ক্র্যাক'-এর একটি গানে তাঁকে দেখা যায়। এদিন অনুষ্ঠানে নিজ গুণে নজর কাড়েন তিনি।
অনন্ত-রাধিকার রিসেপশনে যশ-নুসরত
ঘিয়ে রঙের লেহঙ্গাজুড়ে সোনালী কাজ, গলায় বড় হার, মানানসই মেকআপের সঙ্গে খোলা চুল। জমকালো সাজে বাঙালি অভিনেত্রী নুসরত জাহান। সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্ত। গাঢ় নীলের ওপর কালো শেরওয়ানিতে বড় ব্রোচ। পাপারাৎজিদের সামনে দাঁড়িয়ে হাতে হাত রেখে দিলেন পোজ।
রবিবার সকালে যশ ও নুসরতকে বিমানবন্দরে পৌঁছতে দেখা যায়। মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেন তাঁরা। ক্যামেরাবন্দি হন পাপারাৎজিদের।
বিনা অনুমতিতে বিয়েবাড়িতে প্রবেশ, পুলিশের জালে ২
একজন ২৬ বছর বয়সী ইউটিউবার, নাম ভেঙ্কটেশ নারাসাইয়া অল্লুরি ও অপরজন ২৮ বছর বয়সী ব্যবসায়ী, নাম লুকমন মহম্মদ শাফি শেখ। দু'জনেই অন্ধ্রপ্রদেশ থেকে পৌঁছন মুম্বই, অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু গোটাটাই বিনা অনুমতিতে। তবে পুলিশ দুই অভিযুক্তকেই ছেড়ে দেয় বলে খবর। তার আগে তাঁদের নোটিস দেওয়া হয় এবং দুই ক্ষেত্রেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, খবর মুম্বই পুলিশ সূত্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)