Ananya Panday: শুনতে হয়েছে, 'মুরগীর ঠ্যাং', 'দেশলাইয়ের বাক্স'... তারপরে সার্জারি করে নিজেকে আকর্ষণীয় করে তুলেছেন অনন্যা?
Ananya Panday News: অনন্যা পান্ডে বলিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। এতদিনের ক্যারিয়ারে অনন্যা অনেক ছবিতে অভিনয় করেছেন এবং তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন

কলকাতা: একটা সময়ে তাঁকে শরীর নিয়ে চূড়ান্ত কটাক্ষ সহ্য করতে হয়েছিল। তবে এখন সময় বদলেছে। এখন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'কেশরী ২'। আর সেই ছবিতে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন অনন্যা পাণ্ড (Ananya Panday)। তবে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, কীভাবে তাঁকে শারীরিক গঠনের জন্য বলিউডে কটাক্ষের শিকার হতে হয়েছে। কম ওজনের কারণে তাঁকে ঠাট্টা সহ্য করতে হত অনেক। অনন্যার নামে এই কথাও বলা হয়েছে যে তিনি নিতম্বে অস্ত্রোপচার করিয়েছেন।
অস্ত্রোপচার করে নিজেকে আকর্ষণীয় করে তুলেছেন অনন্যা?
অনন্যা পান্ডে বলিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। এতদিনের ক্যারিয়ারে অনন্যা অনেক ছবিতে অভিনয় করেছেন এবং তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ‘কেসরি চ্যাপ্টার ২’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতেও অনন্যার অভিনয়ের প্রশংসা হয়েছে। এসবের মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি বেশ শারীরিকভাবে অপমানিত হয়েছেন। তিনি হিপ সার্জারি করানোর অভিযোগের বিষয়েও মুখ খুলেছেন?
শুনতে হয়েছে, 'দেশলাইয়ের কাঠির মতো দেখতে'
সদ্য একটি পডকাস্ট শো-এ গিয়েছিলেন অনন্যা। সেখানে অভিনেত্রী বলেন, তিনি যখন বলিউডে আসেন, তখন তিনি একেবারেই কিশোরী ছিলেন। তাঁর ওজন সেই সময়ে কম ছিল। বছর পেরনোর সঙ্গে সঙ্গে তাঁর ওজন ও বৃদ্ধি পেয়েছে। শরীরের গঠন ও বদলেছে। আর তখনই তাঁকে শুনতে হয়েছে, তিনি নিতম্বে সার্জারি করিয়েছেন। অনন্যা পাণ্ড বলেছেন, ' আমি যখন কেরিয়ার শুরু করি, তখন আমার বয়স ছিল ১৮ বা ১৯ বছর। তখন আমার ওজন সত্যিই ভীষণ কম ছিল। সবাই আমার পা দেখে বলত 'মুরগীর ঠ্যাং'। অনেকে বলতেন 'দেশলাইয়ের কাঠি'। অনেকে বলেছেন, 'তোমার স্তন নেই, তোমার কোনও ফিগার নেই।' আগে এমনটা হামেশাই শুনতে হত।
নিতম্ব সার্জারি প্রসঙ্গে অনন্যা
অনন্যা বলেছেন, 'আমি বড় হচ্ছে আর স্বাভাবিকভাবেই আমার শরীরের গড়ন বদলাচ্ছে। কিন্তু সবাই বলছে, 'এটা হতে পারে না। এটা নিশ্চয়ই আমি নাকি করিয়েছে। এইসব করে কখনোই জেতা যায় না। যাই করি না কেন, এটা চলতেই থাকে। মানুষ সবসময়েই সমালোচনা করার জন্য কিছু না কিছু পেয়ে যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে.. আমার মনে হয় না, ছেলেদের ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়।
View this post on Instagram






















