Anirban Bhattacharyya: '... প্রেম করেছি আমি', অনির্বাণের সুরেলা সঞ্চালনায় মুগ্ধ পরাণ-অভিজিৎ-রাঘবেরা
Anirban Bhattacharya News: গানের প্রতিযোগিতা 'সা রে গা মা পা'-র চলতি সিজনের সঞ্চালনার দায়িত্ব রয়েছে অনির্বাণের কাঁধে। কেবল সঞ্চালনা নয়, অনির্বাণকে দেখা যাচ্ছে বিভিন্ন কিংবদন্তিদের সুরে গলা মেলাতে
কলকাতা: 'কিচ্ছু চাইনি আমি.. আজীবন ভালবাসা ছাড়া'... এই গান যেন দর্শকদের চিনিয়েছিল এক নতুন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)-কে। এর আগেও তিনি মঞ্চে একাধিকবার গান গেয়েছেন, তবে পর্দায় গান এই প্রথম। এরপর আর নতুন করে নিজের এই প্রতিভার সঙ্গে দর্শকদের পরিচিত করাতে হয়নি অনির্বাণকে। অবলীলায় তিনি একের পর এক গানের সুরে মুগ্ধ করেছেন শ্রোতাদের। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি, অনির্বাণ ইতিমধ্যেই একাধিক প্লেব্যাক করে ফেলেছেন। আর সেই সূত্রই যেন তাঁকে এনে দিয়েছে 'সা রে গা মা পা'-র মঞ্চে সঞ্চালনার সুযোগ।
গানের প্রতিযোগিতা 'সা রে গা মা পা'-র চলতি সিজনের সঞ্চালনার দায়িত্ব রয়েছে অনির্বাণের কাঁধে। আর সেই মঞ্চে কেবল সঞ্চালনা নয়, অনির্বাণকে হামেশাই দেখা যাচ্ছে বিভিন্ন কিংবদন্তিদের সুরে গলা মেলাতে। প্রথমে, অভিজিৎ ভট্টাচার্য্যের (Avijit Bhattacharyya)-র সঙ্গে অনির্বাণের গাওয়া গানের দুটি কলি ভাইরাল হয়েছিল। অনির্বাণের সুর-তালের প্রশংসা করেছিলেন খোদ সঙ্গীতশিল্পীই। আর এবার পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)।
সদ্য একটি ছবিতে প্লে-ব্যাক করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। প্রবীণ এই অভিনেতার গানের প্রতি ভালবাসা রয়েছে দীর্ঘদিনেরই। তবে শিল্পী কখনও নিয়মমাফিক গান শেখেননি। আর তাঁকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, 'সা রে গা মা পা'-র মঞ্চে, একটি বিশেষ এপিসোডে। এবারে 'সা রে গা মা পা'-র ভাবনাই হল, প্রত্যেক এপিসোডে শ্রদ্ধা জানানো হবে এক একজন বিশেষ শিল্পীকে। আর সেই কারণেই সেখানে আমন্ত্রণ ছিল পরাণ বন্দ্যোপাধ্যায়ের।
যেহেতু গানের মঞ্চ, তাই 'সা রে গা মা পা'-তে অল্প গান গাইতে অনুরোধ করা হয় পরাণ বন্দ্যোপাধ্যায়কেও। গানের শুরুটা করার জন্য অনির্বাণ গেয়ে ওঠেন, 'শোনো গো দখিন হাওয়া.. প্রেম করেছি আমি'। অনির্বাণের গলার কাজে মুগ্ধ পরাণ, তাঁকে অনুরোধ করেন আরও একটু গান শোনানোর। অনুরোধ রাখেন অনির্বাণ। সেই ছোট্ট ক্লিপিংসই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
আরও পড়ুন: Rishav Basu: ফের ধারাবাহিকের নায়ক ঋষভ, কোন নায়িকার বিপরীতে ছোটপর্দায় 'শ্রীকান্ত'?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।