Anirban Chakrabarti Exclusive: 'বাস্তবে একেনবাবুর মত চরিত্ররা হারিয়ে যাচ্ছে বলেই পর্দার একেন জনপ্রিয় হচ্ছে'
দোলের দিন নিজে রঙ মাখলেন না বটে, কিন্তু দর্শকদের রঙিন উপহার দিলেন। মুক্তি পেল নতুন ছবি 'দ্য একেন'-এর টিজার। গোটা দার্জিলিংয়ের পাহাড় জুড়ে দাপিয়ে বেড়ালেন, একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী
কলকাতা: দোলের দিন নিজে রঙ মাখলেন না বটে, কিন্তু দর্শকদের রঙিন উপহার দিলেন তো বটেই। হোলির দিন মুক্তি পেল নতুন ছবি 'দ্য একেন'-এর টিজার। আর সেখানে, গোটা দার্জিলিংয়ের পাহাড় জুড়ে দাপিয়ে বেড়ালেন, রহস্য খুঁজলেন একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti)।
সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরছিলেন অনির্বাণ আর সেসময়েই মোবাইল ফোনে কথোপকথন চলছিল এবিপি লাইভের সঙ্গে। গোটা দিন জুড়ে কতটা ম্যাজিক করল 'দ্য একেন' এর টিজার? অনির্বাণ বলছেন, 'সারাদিন কাজে ব্যস্ত ছিলাম বলে অনেকের সঙ্গে যে কথা বলতে পেরেছি তা নয়। ফোনে প্রচুর মিসকল, মেসেজ.. সোশ্যাল মিডিয়ায় আলোচনা, সব মিলিয়ে এখনও পর্যন্ত মানুষ ভালোই বলেছেন। তবে সবার মত আমিও ছবিটার জন্যই অপেক্ষা করছি।'
আরও পড়ুন: 'বাঁদুরে রঙে ভয়, বাজার ঘুরে কিনে আনতাম নতুন পিচকারি'
অনির্বাণের সঙ্গে যেন সমার্থক হয়ে গিয়েছেন একেনবাবু। তবে 'একেন' ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। নেতিবাচক চরিত্র থেকে শুরু করে লালমোহন গাঙ্গুলির মত আইকনিক চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তিনি। সেই সমস্ত খ্যাতিকে কী একেন-এর খ্যাতি ম্রিয়মাণ করে ফেলছে? হাসতে হাসতে অভিনেতা উত্তর দিলেন, 'আসলে মানুষ পর্দায় আমায় সবচেয়ে বেশিবার দেখেছেন একেনবাবু হিসেবে। তাই ওই চরিত্রটাই মানুষের বেশি মনে থাকে। তবে আমি যখন ধূসর চরিত্রে অভিনয় করেছি, দর্শক একেনবাবুর সঙ্গে সেই কাজের তুলনা করেননি। স্বতন্ত্র অভিনয় হিসেবেই সেটাকে দেখে ভালো খারাপ বিচার করেছেন। আসলে বাস্তবে একেনবাবুর মত শিশুসুলভ সরল সাদামাটা আবার বুদ্ধিদীপ্ত মানুষের সংখ্যা বড় কমে আসছে। একেন চরিত্রটা আট থেকে আশি সবার কাছেই গ্রহণযোগ্য আর তাই বোধহয় একেনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাস্তবের একেনবাবুরা হারিয়ে যাচ্ছে বলেই পর্দার একেনের জনপ্রিয়তা বাড়ছে। আমি এর পরেও যদি কোনও চরিত্রে ৬টা সিজন ধরে অভিনয় করি, তবেই তার সঙ্গে একেন চরিত্রের তুলনা আসবে। আর আগে প্রতিটাই তো স্বতন্ত্র কাজ।'