Ankush Hazra: ফের প্রযোজক অঙ্কুশ, বাংলার পুলিশদের গল্পকে তুলে ধরবেন পর্দায়
Ankush Hazra Update: আসতে চলেছে রক্তিম চট্টোপাধ্যায়ের ‘নেক্সজেন ভেঞ্চারস’-এর (Nexgen Ventures) প্রযোজনায় এবং ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’-এর নিবেদিত নতুন ছবি ‘বেঙ্গল পুলিশ’
কলকাতা: বুধবার সকালেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা প্রযোজক অঙ্কুশ হাজরা (Ankush Hazra) জানিয়েছিলেন, বড় কোনও চমক আসতে চলেছে। এরপর বিকেল গড়াতেই সোশ্যাল মিডিয়াতেই নতুন ছবি ঘোষণা করে দিলেন অঙ্কুশ।
আসতে চলেছে রক্তিম চট্টোপাধ্যায়ের (Raktim Chatterjee) ‘নেক্সজেন ভেঞ্চারস’-এর (Nexgen Ventures) প্রযোজনায় এবং ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’-এর নিবেদিত নতুন ছবি ‘বেঙ্গল পুলিশ’ (Bengal Police)। এই ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে সায়ন্তন ঘোষালের কাঁধে। তবে ছবির ঘোষণা হলেও এখনও পর্যন্ত ছবির চরিত্রায়ণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোশ্যাল মিডিয়ায় আজ ছবির ঘোষণা করে নিয়ে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ছবির অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে জানানো হবে। ততদিন পর্যন্ত অনুরাগীদের ধৈর্য্য ধরতে বলেছেন অঙ্কুশ। অঙ্কুশ লিখেছেন, 'দেখুন ওঁরা কীভাবে একটা সম্পূর্ণ নতুন সিস্টেম তৈরি করল।' সেই সঙ্গে অনুরাগীদের ভালবাসা ও আশীর্বাদও চেয়ে নিয়েছেন অভিনেতা প্রযোজক।
View this post on Instagram