Sudipta Chakraborty: 'বাড়িওয়ালী' ছবির প্রসঙ্গ তুলে রান্নার শো সঞ্চালনা নিয়ে সুদীপ্তাকে কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে জনৈক ব্যক্তি
Sudipta Chakraborty Update: সম্প্রতি একটি প্রথম সারির চ্যানেলে রান্নার একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন অভিনেত্রী সুদীপ্তা। খুব অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়েছে এই শো।
কলকাতা: একটা রান্নার শো সংক্রান্ত পোস্ট আর সেখানে কথা একটা মন্তব্য গোটা দিন কার্যত তোলপাড় ফেলে দিল ফেসবুক জুড়ে। প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজ নিয়ে আক্রমণ করায় ফুঁসে উঠল নেটদুনিয়া। আর নেটদুনিয়ায় সেই ব্যক্তির মন্তব্যের বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে অনুরাগীদের মন জয় করে নিলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
সম্প্রতি একটি প্রথম সারির চ্যানেলে রান্নার একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন অভিনেত্রী সুদীপ্তা। খুব অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়েছে এই শো। এই শো থেকেই একটি ছবি শেয়ার করে সুদীপ্তা অনুরাগীদের থেকে জানতে চেয়েছিলেন, এই শো কেমন লাগছে তাঁদের।
কমেন্ট বক্সে অনেকেই নিজেদের মতামত। অনেকে আবার ভালোবাসার অভিনেত্রীকে ভরিয়ে দেন ভালোবাসায়। আর এই সব মন্তব্যের মধ্যে বিরুপ মন্তব্য করে বসেন এক ব্যক্তি। তিনি লেখেন, 'ঠিক কাজই নিয়েছেন। 'বাড়িওয়ালী' সিনেমায় তো রান্নার কাজই করতেন। ওইখান থেকেই হাতেখড়ি।'
ওই ব্যক্তির মন্তব্যের লম্বা, স্পষ্ট জবাব দেন সুদীপ্তা। সেই মন্তব্যে ভারতবর্ষের সেরা অভিনেত্রী হওয়া থেকে শুরু করে রান্না ও যাঁরা রান্না করেন তাঁদের গুরুত্ব স্পষ্ট করে লেখেন সুদীপ্তা। তাঁর এই মন্তব্যে সমর্থনের বন্য়া বয়ে যায়। সেই সঙ্গে ওই ব্যক্তিকে কার্যত তুলোধোনা করা হয় সোশ্যাল মিডিয়ায়।
শেষমেষ খোদ সুদীপ্তাই জনতাকে নিরস্ত করতে আসরে নামেন। প্রথমে কমেন্ট বক্সে ও তারপরে স্টেটাস দিয়ে ওই ব্যক্তির উদ্দেশে কুমন্তব্য করতে বারণ করেন অনুরাগীদের।