Mithun Chakraborty: 'ভাল হয়ে ওঠো.. আবার একসঙ্গে খেলব', মিঠুনের সুস্থতা কামনায় ছোট্ট 'মিনি'
Mithun Chakraborty: পায়ে পায়ে ৫০ দিন পার করেছে 'কাবুলিওয়ালা'। দর্শকদের ভালবাসাও পেয়েছে এই ছবি
কলকাতা: অসুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) রয়েছেন হাসপাতালে। এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি তিনি। তাঁর আরোগ্য-কামনা করছেন তাঁর হাজার হাজার অনুরাগীরা। আর সেই তালিকায় রয়েছে তাঁর পর্দার ছোট্ট মিনি-ও! সোশ্যাল মিডিয়ায় পর্দার 'কাবুলিওয়ালা' (Kabuliwala)-র প্রার্থনায় ছোট্ট অনুমেঘা কাহালি (Anumegha Kahali)।
পায়ে পায়ে ৫০ দিন পার করেছে 'কাবুলিওয়ালা'। দর্শকদের ভালবাসাও পেয়েছে এই ছবি। ছোট্ট অনুমেঘা আর মিঠুনের রসায়নই এই ছবির প্রাণ। ১৯৬৫ সালের প্রেক্ষাপটে রচিত 'কাবুলিওয়ালা' (Kabuliwala) শুনিয়েছিল এক অসম বন্ধুত্বের গল্প। এক দেশ ছাড়া আফগানি আর বাঙালি এক খুদে, আদুরে মেয়ের বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব নাকি তাকে ছাপিয়ে এক বাবা-মেয়ের সম্পর্ক.... 'কাবুলিওয়ালা' যে গল্প শুনিয়েছিল কয়েক দশক পেরিয়েও তা যেন ভীষণ নতুন। এখনও মানুষ মনে করেন এই গল্প যেন তাঁদেরই ঘরের। ছবিটিতে অভিনয় করতেও যেন সেই কারণেই রাজি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় আজ অনুমেঘার প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, 'কাবুলিওয়ালা' -র সাজে বসে রয়েছেন মিঠুন আর কোলে ছোট্ট অনুমেঘা। ক্যাপশানে লেখা, 'খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো আমার কাবুলিওয়ালা। আমরা আবার একসাথে খেলব।' অনুমেঘার এই মিষ্টি পোস্টে অনেকেই আরোগ্য কামনা করেছেন বর্ষীয়ান অভিনেতার।
প্রসঙ্গত, 'শাস্ত্রী' ছবির শ্যুটিং করছিলেন মিঠুন চক্রবর্তী, সেটেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত ভাল আছেন অভিনেতা। তাঁর ফিজিওথেরাপি ও মুভমেন্ট থেরাপি চলছে। স্পিচ থেরাপিস্টও অভিনেতাকে পরীক্ষা করেছেন। মৃদু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। বর্ষীয়ান এই অভিনেতা ওষুধ ও বিশ্রামেই সুস্থ হয়ে উঠবেন বলে ভরসা রাখছেন চিকিৎসকেরা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।